বুধবার ● ১৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে নেটওয়ার্ক পার্টনারস ও স্থানীয় জনপ্রতিধিদের আলোচনা সভা
খাগড়াছড়িতে নেটওয়ার্ক পার্টনারস ও স্থানীয় জনপ্রতিধিদের আলোচনা সভা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪ মিঃ) খাগড়াছড়িতে কারিতাস-আলোঘর প্রকল্প’র আয়োজনে নেটওয়ার্ক পার্টনারস ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
১৭ আগষ্ট বুধবার সকাল ১১টায় কারিতাস অফিস মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় খাগড়াছড়ি আইসিডিপি’র জুনিয়র কর্মসূচির কর্মকর্তা কিশোর ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য ও আলোচনা সভার লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন আলোঘর প্রকল্প’র এরিয়া কো-অর্ডিনেটর মো: মোজাম্মেল হক, ৷ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: আবদুল লতিফ ৷
বিশেষ অতিথি ছিলেন ৩নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা৷ এছাড়াও খাগড়াছড়ি টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: তৌহিদুল ইসলামসহ এলাকার জনপ্রতিনিধিগন, স্কুল শিক্ষক, এনজিও প্রতিনিধি, কারিতাস আইসিডিপি, ক্লেভ, এমটিটিপি.আলোর দিশারী প্রকল্পের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন৷
প্রকল্প বিষয়ক ধারণাপত্র ও উল্লেখযোগ্য কার্যক্রম প্রতিবেদন পাঠের মধ্য দিয়ে সভার মূল কার্যক্রম শুরু হয়৷ পরবর্তীতে মুক্ত আলোচনা, মতামত প্রদান, প্রশ্ন জিজ্ঞাসা ও বক্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আলোঘর প্রকল্প’র এরিয়া কো-অর্ডিনেটর মো: মোজাম্মেল হক৷
বক্তব্যে বক্তারা বলেন,যেখানে সরকারি বিদ্যালয় নেই অথচ পাহাড়ি দুর্গম এলাকায় কারিতাস আলোঘর প্রকল্প দরিদ্র ও পিছিয়েপড়া প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে তা নি:সন্দেহে প্রশংসার দাবিদার৷ পরিশেষে অদ্যকার সভার প্রধান অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিশেষ অতিথির বক্তব্যে গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন আগামীতে যে কোন ধরণের সহায়তা প্রয়োজন হলে সার্বক্ষনিক সহায়তার দরজা খোলা থাকবে৷
আলোচনা সভায় সঞ্চালনা করেন আলোঘর প্রকল্পের শিক্ষা সুপারভাইজার অংগ্য মারমা ও আনিশিতোস পানজি৷