বুধবার ● ১৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ১টি পাহাড় ১টি খামার কর্মসূচীর কর্মশালা শুরু
রাঙামাটিতে ১টি পাহাড় ১টি খামার কর্মসূচীর কর্মশালা শুরু
ষ্টাফ রিপোর্টার :: (২ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৬মিঃ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর অর্থায়নে ও রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে রাঙামাটিতে একটি পাহাড় একটি খামার কর্মসূচীর উপকারভোগী কৃষক-কৃষাণীদের ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে৷
বুধবার ১৭আগষ্ট সকালে রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ধোধন করেন৷
এ সময় রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, অতিরিক্ত উপ-পিরচালক তপন কুমার পাল ও কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক উপস্থিত ছিলেন৷
উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্ত্যবে জেলা পরিষদ চেয়ারম্যান প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, এটি একটি পাইলট প্রকল্প৷ এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ে কৃষি, মত্স্য ও গবাদী পশু চাষ করে উন্নয়ন করা গেলে এ প্রকল্প দীর্ঘ মেয়াদী হবে৷ আপনাদের সফলতার উপরেই নির্ধারণ করবে আগামীতে এই প্রকল্প দীর্ঘ মেয়াদী হবে কি হবেনা৷ তাই এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ের পতিত জমি ও পুকুরগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে কৃষকরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে৷ তিনি বলেন, কৃষি উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর৷ কারণ এই সরকার কৃষি বান্ধব সরকার৷ কৃষি ঋণ প্রদান, ডিজেল, সার ও বিভিন্ন কৃষিপন্যে ভুতর্কী প্রদান করছে কৃষি উন্নয়নে৷ তিনি বলেন, সরকারী বা বেসরকারী চাকুরির দিকে তাকিয়ে না থেকে নিজেদের জমি ও পুকুরগুলোতে উন্নত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করলে অন্য বেকার যুবকদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব৷ তিনি বলেন, বর্তমানে অন্যান্য জেলার ন্যয় পার্বত্যঅঞ্চলেও ভালো মানের ফল ফলাদি উত্পাদিত হচ্ছে৷ যা নিজ জেলার পুষ্টি চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও একটি ফরমালিন বিহীন ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে৷ নিজের অভিজ্ঞতা ও সরকারের সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে আত্ননির্ভরশীল হওয়ারও আহ্বান জানান তিনি৷
প্রশিক্ষণে প্রকল্প কতর্ৃক নির্ধারণ করা রাঙামাটি সদর উপজেলার বিলাইছড়ি পাড়ার প্রশিক্ষনার্থীরা অংগ্রহণ করে৷
পরে অতিথিরা উপস্থিত প্রশিক্ষনার্থীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন৷