শুক্রবার ● ১৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » আইইউটিতে ছাত্রী ভর্তি করা হবে
আইইউটিতে ছাত্রী ভর্তি করা হবে
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মিঃ) ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে স্নাতক পর্যায়ে ছাত্রী ভর্তি করা হবে৷
১৯ আগস্ট শুক্রবার সকাল ৯টায় ওআইসির মহাসচিব ও বিশ্ববিদ্যালয়টির আচার্য ইয়াদ আমিন মাদানী গাজীপুরের ক্যাম্পাস পরিদর্শনে এসে এ ঘোষণা দেন৷
তিনি আইইউটির সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ওআইসি সার্বিক সহযোগিতা দেবে৷ তা ছাড়া তিনি আইইউটিতে বিবিএ অনুষদ ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ কয়েকটি নতুন প্রোগ্রাম চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন৷
এ সময় আইইউটির উপাচার্য মুনাজ আহমেদ নূর, ওআইসিতে বাংলাদেশর পরিচালক গাউসুল আজম সরকারসহ বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷
সহকারী প্রটোকল অফিসার মোঃ নাহিদুল ইসলাম প্রধান জানান, আগামী ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রীভর্তির প্রক্রিয়া শুরুর পরিকল্পনা রয়েছে৷
এ বছর সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং- এ চার বিভাগে ২৪০ জনের মতো ছাত্রী ভর্তি করা হবে৷ ২৩ নভেম্বর ভর্তি পরীক্ষা ও আগামী জানুয়ারিতে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান৷
১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে এখানে প্রথম ছাত্র ভর্তি করা হয়৷ ওআইসির তত্ত্বাবধান ও সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয়৷