শুক্রবার ● ১৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে মায়ানমারের নাগরিক বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থিকে আটক
রাঙামাটিতে মায়ানমারের নাগরিক বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থিকে আটক
ষ্টাফ রিপোর্টার :: (৪ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১৫মিঃ) রাঙামাটি জেলার সদর উপজেলার বালুখালির রাজমনি পাড়া শান্তিরত্ম বৌদ্ধ বিহার অধ্যক্ষ উ তয়েন থি (৬৮) কে আটক করেছে সেনাবাহিনী। জানা গেছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি পরিচয় গোপন করে দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করা একজন বৌদ্ধ ভিক্ষু। এসময় তার কাছ থেকে মিয়ানমারের পরিচয়পত্র, বাংলাদেশী জন্ম নিবন্ধন সার্টিফিকেট, বিপুল পরিমাণ মিয়ানমারের মুদ্রা, বার্মিজ ভাষায় লিখিত অনেক বই আটক করা হয় বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, ১৯ আগষ্ট শুক্রবার সকালে সেনাবাহিনীর একটি দল রাঙামাটি সদর উপজেলায় রাজমনি পাড়ায় অবস্থিত শান্তিরত্ম বৌদ্ধ বিহারে অভিযান চালিয়ে এই বৌদ্ধ ভিক্ষুকে আটক করে বলে পুলিশ সূত্র জানায়। আটক বৌদ্ধ ভিক্ষু ২০০৭ সাল থেকে নিজের পরিচয় গোপন করে বাংলাদেশে অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে।
আটকের সময় তার নিকট থেকে একটি মিয়ানমারের জাতীয় পরিচয় পত্র, ১.৪ লাখ কিয়াট (মায়ানমারের মুদ্রা), একটি বাংলাদেশী জন্ম নিবন্ধন সনদপত্র, ৫ হাজার বাংলাদেশী টাকা, বার্মিজ ভাষায় লিখিত ২টি ডায়রি, একটি ফোন ডাইরী, ১৬টি বার্মিজ ভাষায় লিখিত বই, ২টি সিডি ও ২টি ডিভিডি উদ্ধার করা হয়।
আটক বৌদ্ধ ভিক্ষু প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও বেআইনি ভাবে বাংলাদেশে বসবাসের কারণে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জুড়াছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
জুড়াছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউছুফ ছিদ্দিকি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল রাঙামাটি কোতয়ালী থানায় হওয়ায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে কোতয়ালী থানায় মামলা হবে।
ওসি আরো জানান,আটক বৌদ্ধ ভিক্ষুকে ২০ আগষ্ট শনিবার তাকে কোতয়ালী থানায় প্রেরণ করা হবে।