শনিবার ● ২০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঙালি ছাত্র পরিষদের মাইনীমূখ কমিটি গঠন
বাঙালি ছাত্র পরিষদের মাইনীমূখ কমিটি গঠন
লংগদু প্রতিনিধি :: পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের মাইনীমূখ ইউনিয়ন কাউন্সিল সম্পন্ন হয়েছে । ১৯ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় বাঙালি ছাত্রপরিষদ এর অস্থায়ী কার্যালয়। বাঙালি ছাত্র পরিষদ এর সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবর্ত্য বাঙালি ছাত্রপরিষদ এর রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাকাওয়াত হোসেন, ছাত্রনেতা আনোয়ার হোসেন ও রাবেতা কলেজ শাখার সভাপতি তারেক আজিজ ।
বাঙ্গালী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বলেন, পার্বত্য অঞ্চলে ৮ লক্ষ বাঙালিদের স্বার্থকে উপেক্ষা করে সরকার পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন অাইন-২০১৬ মন্ত্রিসভায় অনুমোদন করেছেন বাঙ্গালি ছাত্র পরিষদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় বক্তারা পার্বত্য ভূমি কমিশন আইন পূনঃ বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
অন্যথায় পার্বত্য বাঙালিদের সাথে নিয়ে বাঙ্গালি ছাত্র পরিষদ দূর্বার আন্দোলনের হুসিয়ারি দেন।
প্রধান অতিথি পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের নেতৃবৃন্দকে পার্বত্য অঞ্চলে ভুমি নিয়ে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার আহবান জানান।
কাউন্সিল অনুষ্ঠানে মাধ্যমে মো. অানোয়ার হোসেনকে সভাপতি, মো. আনোয়ার হোসেন মুন্নাকে সাধারন সম্পাদক ও মো. ইয়াছিনকে সাংগঠনিক সম্পাদক করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের মাইনীমূখ ইউনিয়ন ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় ।