শনিবার ● ২০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ড : আহত ১০
গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ড : আহত ১০
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৪মিঃ) গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুত্ এলাকায় অবস্থিত মন্ডল গ্রুপের প্রতিষ্ঠান ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের পোশাক তৈরির কারখানায় ১৯ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে৷
২০ আগস্ট শনিবার দুপুর ১টার দিকে (১২ ঘন্টা পর) আগুন নিয়ন্ত্রণে আসে৷ এতে অনত্মত ১০ জন আহত হয়েছেন৷ এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷
আহতরা হলেন- ফায়ার সার্ভিস কর্মকর্তা অপূর্ব বল, ফায়ার সার্ভিস কর্মী নাসির উদ্দিন ও কারখানার কর্মী ওমর ফারুক৷ আহত অন্যদের নাম জানা যায়নি৷ আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে৷
কারখানা, ফায়ার সার্ভিস ও শ্রমিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই কারখানার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার সুতার গোডাউন থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়৷ মুহূর্তের মধ্যে আগুন গোডাউনে থাকা সুতার মধ্যে ছড়িয়ে যায়৷ বিষয়টি টের পেয়ে কারখানার শ্রমিকরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে৷ আগুনের তীব্রতা বাড়তে থাকলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়৷
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়৷ তবে আগুনের তীব্রতা বাড়তে থাকলে জয়দেবপুর, টঙ্গী, মির্জাপুর ও সাভার ইপিজেডসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ এদিকে, আগুন নেভাতে গিয়ে কারখানা শ্রমিক ফায়ার সার্ভিসের কর্মীসহ অনত্মত ১০ জন আহত হয়েছেন৷
কারখানার এইচআর অ্যাডমিন সাইফুল ইসলাম রিপন বলেন, রাত সাড়ে ১২টার দিকে কারখানার দ্বিতীয় তলার সুতার গোডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়৷ পরে কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়৷ অগি্নকান্ডের ঘটনায় কারখানার তুলা, সুতা, মেশিনপত্র, কাপড় এবং তৈরি পোশাক, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি৷
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বলেন, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি, জয়দেবপুর ১টি, ইপিজেড ৩টি, টঙ্গী ৩টি, মির্জাপুর ২টি ও ঢাকা থেকে ২টিসহ মোট ১৩টি ইউনিট শনিবার দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে৷ তবে কারখানার ভেতর থেকে অনেক সময় ধরে ধোঁয়া বের হতে দেখা যায়৷
পাঁচ সদস্যের তদন্ত কমিটি
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুত্ এলাকায় অবস্থিত মন্ডল গ্রুপের প্রতিষ্ঠান ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাহেনুল ইসলামকে প্রধান করে গঠিত ওই তদনত্ম কমিটির অন্যরা হলেন- সদস্য সচিব শ্রম অধিদপ্তরের কারখানা পরিদর্শক মোঃ ফরিদ উদ্দিন, শিল্প পুলিশের এক জন প্রতিনিধি, ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি ও দুর্ঘটনাকবলিত কারখানার একজন প্রতিনিধি৷
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাহেনুল ইসলাম কারখানা পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান৷