সোমবার ● ২২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ঢাকা » ২১ আগষ্ট হামলার মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে স্তব্ধ করা
২১ আগষ্ট হামলার মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে স্তব্ধ করা
ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, ২১ আগস্ট হামলার মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে স্তব্ধ করা এবং ১৫আগস্ট’৭৫ এবং ২০০৪ এর ২১ আগস্টের হামলা ছিল সাদৃশ্য। উভয় হামলার মাধ্যমে স্বাধীনতাবিরোধী জঙ্গীগোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। বর্বরোচিত এই গ্রেনেড হামলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রথম সারির সকলকে হত্যা করাই ছিল হামলার মূল লক্ষ্য। ২১ আগস্টের এই গ্রেনেড হামলা মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক জননেত্রী শেখ হাসিনার প্রাণনাশের ধারাবাহিক চেষ্টারই একটি অংশ। ২১ আগষ্টের হামলা মামলার বিচারকার্য দ্রুত শেষ করা উচিত।
২১ আগস্ট বিকালে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ঢাকা তোপখানা রোডস্থ রেড চিলি রেস্টুরেন্টের ২য় তলায় ২১ আগস্ট-২০০৪ গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এ দেশ থেকে স্বাধীনতা বিরোধী জঙ্গীবাদী কার্যক্রম চিরতরে বন্ধ করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের জাতীয় ঐক্য প্রয়োজন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এড. মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক এড. খান চমন ই এলাহী, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম প্রমুখ।