সোমবার ● ২২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত্বার্ষিকী পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত্বার্ষিকী পালিত
ঢাকা প্রতিনিধি :: জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে এবং জাতীয় ক্রীড়া পরিষদ কর্মচারী ইউনিয়নের সার্বিক সহযোগিতায় ২১ আগস্ট ২০১৬ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত্বার্ষিকী পালিত হয়েছে৷ জাতীয় শোক দিবস উপলক্ষে ২১ আগস্ট এক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে৷ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বীরেন শিকদার এমপি৷ এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ওমর ফারম্নক, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস৷ আলোচনায় অংশ নিয়েছেন জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদক কে এম আজম খসরম্ন, শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. শামসুল আলম বকুল এবং সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব মোল্লা, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামসুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদ কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফাজ দেওয়ান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক মো. সেলিম, মো. জিল্লুর রহমান প্রমূখ৷ অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার জীবনালেখ্যর ওপর একটি প্রমাণ্যচিত্র পরিবেশন করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বীরেন শিকদার এমপি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে একটি নাম; একটি ইতিহাস৷ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ৷ বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বাংলাদেশের৷ তিনি বাংলাদেশ ছাড়া কিছুই ভাবতেন না৷ আমাদের অনেক অর্জন হয়েছে যা অনেক দেশেরই নেই৷’