শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়া ইউপি চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর
বেতবুনিয়া ইউপি চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর
কাউখালী প্রতিনিধি :: (৯ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.২৯মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্বভার হস্তান্তরর উপলক্ষে এক অনুষ্ঠান ২৪ আগষ্ট বুধবার সকালে বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷
দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং), কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার, উপজেলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা), উপজেলা ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (ডুমং), কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খইচা বাই তালুকদার ৷ এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধন কুমার চাকমা, ৩নং ঘাগড়া ইউপি চেয়ারম্যান শিক্ষক জগদীশ চাকমা, নং কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা৷ বেতবুয়িার সাবেক মেম্বার মোঃ আব্দুল হামিদ, মেম্বার মোঃ সেলিম, মেম্বার মিলন কান্তি পালিত, সাংবাদিক মোঃ ওমর ফারুক, ছাত্রলীগ সভাপতি আতুমং মারমা, ছাত্রলীগ নেতা মোঃ মঞ্জু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেম্বার মোঃ হেলাল উদ্দিন৷ আলোচনা অনুষ্ঠান শেষে সাবেক চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান খইচাবাই তালুকদারকে লিখিতভাবে ইউনিয়ন পরিষদের দায়িত্বভার হস্তান্তর করেন৷ পরে প্রধান অতিথি বেতবুনিয়া মডেল ইউনিয়নের ১০জন গরীব অসহায় মহিলাকে ১০টি সেলাই মেশিন তুলে দেন এবং ২৫জন গরীব ছাত্র ছাত্রীকে ২৫ টি স্কুল ব্যাগ প্রদান করেন ৷