রবিবার ● ২৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে জুয়াড়িদের মধ্যে সংঘর্ষ আহত ১০
ঝিনাইদহে জুয়াড়িদের মধ্যে সংঘর্ষ আহত ১০
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৩ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মিঃ) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে ২৭ আগষ্ট শনিবার রাতে দুই দল জুয়াড়িদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে৷ আহতদের মধ্যে হাবিব ও উজ্জল নামে দুই জয়াড়িকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাকীরা শেখপাড়া বাজারের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিয়েছে৷
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, প্রশাসনের নাকের ডগায় শেখপাড়া বাজারে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালায় কুখ্যাত জুয়াড়ি আনোয়ার ও হাবিব৷ এদের সহযোগি হিসেবে রয়েছে শেখপাড়া বাজারের উজ্জল, বসির, নজরুল ও পদমদি গ্রামের সানোয়ার৷ শনিবার রাত ১০টার দিকে জুয়া খেলার টাকা ভাগাভাগী নিয়ে আনোয়ার ও তার ভাই ছানোয়ার এবং হাবিব-নজরুল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে৷ সংঘর্ষে আনোয়ার, ছানোয়ার, হাবিব, নজরুল, বসির ও জয়েলসহ কমপক্ষে ১০ জন আহত হয়৷
খবর পেয়ে নিকটস্থ ত্রীবেনি পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷ ত্রীবেনি পুলিশ ক্যাম্পের তদনত্ম কর্মকর্তা অজয় কুমার সংঘষের্র কথা স্বীকার করেছেন৷ বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, সংঘর্ষে প্রাথমিক ভাবে ৬ জন আহত হওয়ার কথা শোনা গেছে৷
এ ব্যাপারে এখনো থানায় কেও অভিযোগ করেনি৷ মারামারির পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ এলাকাবাসির অভিযোগ এই গ্রুপটি প্রশাসনকে ম্যানেজ করে শেখপাড়া বাজারে জুয়া ও মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসলেও তাদের বিরুদ্ধে কেও টু-শব্দ করে না৷ পুলিশ প্রশাসন তাদের কব্জায় আছে বলে বিভিন্ন সময় আনোয়ারসহ তার সাগরেদরা দম্ভোক্তি প্রকাশ করে৷