মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে জঙ্গীবাদ বিরোধী মানব বন্ধন
কাউখালীতে জঙ্গীবাদ বিরোধী মানব বন্ধন
কাউখালী প্রতিনিধি :: (১৫ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) রাঙামাটি জেলার কাউখালী উপজেলা কওমী ওলামা কল্যান ফাউন্ডেশন কর্তৃক দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক মানব বন্ধন কর্মসূচি ৩০ আগষ্ট মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা চত্বরে পালন করা হয় ৷
মানব বন্ধন উপলক্ষে এক আলোচনা সভা কওমী ওলামা কল্যান ফাউন্ডেশন কাউখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা মনসুরুল হক জিহাদী, মাওলানা মোঃ আনোয়ার হোসেন,মাওলানা মোঃ আবুল হোসেন,মাওলানা মোঃ ছানা উলস্নাহ,মাওলানা মোঃ শহিদ উলস্নাহ,মাওলানা মোঃ মুছা, মাওলানা মোঃ ইউছুফ,কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা (ভাঃ) কমান্ডার মোঃ বাহার মিয়া ৷
বক্তারা বলেন বাংলাদেশ একটি শান্তির দেশ এখানে নেই কোন জাতিগত ভেদাভেদ,নেই কোন হিংসা, প্রতিটি জাতি সুন্দরভাবে যার যার ধর্ম,কর্ম পালন করে যাচ্ছে ৷ কিন্তু কিছু নামধারী মুসলমান আজ আমাদের দেশে জঙ্গীবাদ কার্যক্রম চালিয়ে দেশের ভাবমুর্তি সারা বিশ্বের অন্যান্য দেশের কাছে আমাদের দেশের মান সম্মান নষ্ট করার ষড়যন্ত্রে পায়তারায় লিপ্ত, যাহা আমরা একজন সাধারন মুসলমান হিসাবে এসব ন্যাক্কার কাজের জন্য চরম ধিক্কার জানাই৷ পাশাপাশি সরকারের কাছে জোর দাবি সরকারের প্রশাসন যেন সঠিকভাবে এসব সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত, যারা প্রকৃত দোষী তাদের খুজে যেন বের করে আইনের আওতায় আনে এবং তাদের যেন কঠোর শাস্তি প্রদান করা হয়।