শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » রাঙামাটি ও মুন্সিগঞ্জে কুস্তি খেলোয়াড় বাছাই
রাঙামাটি ও মুন্সিগঞ্জে কুস্তি খেলোয়াড় বাছাই
ক্রীড়া প্রতিবেদক :: (১৫ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাঙামাটি ও মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান অনূর্ধ্ব-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম ৩০ আগষ্ট মঙ্গলবার শেষ হয়েছে ৷ রাঙামাটির কাউখালি উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অংশ নেয়া খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেন৷ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা৷
এদিকে, মুন্সিগঞ্জের গজারিয়াতে আয়োজিত কুস্তি প্রতিভা অন্বেষন কার্যক্রম ও শেষ হয়েছে৷ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা অংশ নেয়া বাছাইকৃত খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেন৷ উল্লেখ্য উভয় স্থানে ১০দিন ব্যাপি এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেয়াদের মধ্য থেকে মেধা অনুযায়ী ২০জন করে বাছাই করে প্রশিক্ষণ দেয়া হয়৷