মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিদ্যুত্ চুরির দায়ে ৬ জনকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা
গাজীপুরে বিদ্যুত্ চুরির দায়ে ৬ জনকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহার করার দায়ে ছয়জনকে ১০ লাখ ৪৫ হাজার ২৯২ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷
২৯ আগস্ট সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা৷
গাজীপুর পল্লীবিদ্যুত্ শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন অর রশিদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা, ভোগড়া, বারবৈকা ও দক্ষিণ সালনা এলাকায় অভিযান চালায় গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত৷ এসময় অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহার করার দায়ে চান্দনা এলাকার মোগর আলীর ছেলে মোঃ ফজলুল হককে ১ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা, ভোগড়া এলাকার মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ আলিফ উদ্দিনকে ৩ লাখ ৩০ হাজার ১৪৩ টাকা, একই এলাকার মোঃ কান্দুর মন্ডলের ছেলে ফজলুল হককে ১ লাখ ৪৯ হাজার ৬৬ টাকা, বারবৈকা এলাকার মোঃ শাহাব উদ্দিনকে ১ লাখ ৪৯ হাজার ৬৬ টাকা, একই এলাকার মনির উদ্দিনের ছেলে মোজাম্মেল হককে ১ লাখ ১৮ হাজার ৮৮৬ টাকা ও দক্ষিণ সালনা এলাকার মৃত নজর আলীর ছেলে মোঃ আবুল হোসেনকে ১ লাখ ৯৪ হাজার ৩৩৫ টাকা জরিমানা করা হয়৷ ক্ষতিগ্রস্ত বিদ্যুতের ইউনিট ১০ লাখ ৮শ৷
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পল্লী বিদ্যুত্ শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন অর রশিদ, এজিএম জুনায়দুর রহমানসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও পুলিশ প্রশাসন৷