সোমবার ● ১৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » ধর্ম » গাজীপুরে ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা
গাজীপুরে ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: সারাদেশে ১৮ অক্টোবর সোমবার ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা ও দুর্গোত্সব ৷ এবার গাজীপুর জেলায় ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা উত্যাপিত হচ্ছে ৷ ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা৷ মণ্ডপগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে ৷ মণ্ডপের প্রবেশপথে নির্মাণ করা হয়েছে সুসজ্জিত গেট, করা হয়েছে আলোকসজ্জা৷
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গাজীপুর জেলা শাখার সভাপতি মণিন্দ্র চন্দ্র মণ্ডল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, এবার গাজীপুর সিটি করপোরেশনসহ ৫টি উপজেলায় ৩৫৫টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে৷ এর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনসহ গাজীপুর সদর উপজেলায় ১০০টি পূজা মণ্ডপে, কালিয়াকৈর উপজেলায় ১০৬টি, শ্রীপুর উপজেলায় ৫২টি, কালীগঞ্জ উপজেলায় ৩৭টি এবং কাপাসিয়া উপজেলায় ৬০টি মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে ৷
গাজীপুর জেলা শহরের কৃপাময়ী কালীমন্দিরের সভাপতি নিখিল চন্দ্র আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সোমবার দেবী বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ৬ষ্ঠী পূজার মাধ্যমে শুরু হচ্ছে এবারের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোত্সব৷
গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার (ডিআই-১) ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ পুলিশ সদস্যরা রবিবার বিকেল থেকে দায়িত্ব পালন করছেন৷
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, দুর্গাপূজা উপলক্ষে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ পুলিশ সদস্যরা রবিবার বিকেল থেকে দায়িত্ব পালন করছেন৷
শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক এসএম আলম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, ‘৩৫০টি মণ্ডপে পূজা উদযাপনের জন্য ১৭৬ মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ করা হয়েছে৷ সাবলিল ভাবে ও নির্বিঘ্নে তারা যেন পূজা উদযাপন করতে পারেন সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে৷ এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ আশা করছি প্রতিবারের ন্যায় এবারো শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে ৷’ আপলোড : ১৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬৩২ মিঃ