বুধবার ● ৩১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে ভারি বর্ষণে জলাবদ্ধতা
বিশ্বনাথে ভারি বর্ষণে জলাবদ্ধতা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৬ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৩২মিঃ) ভারি বর্ষনে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে৷ গত দুইদিনের ভারি বৃষ্টিপাতের কারণে সব থেকে সমস্যায় পড়েছে নিচু এলাকার ঘরবাড়ি-হাট বাজার৷ এভাবে আরও দুই-তিন বৃষ্টি হলে বন্যার আশংকা করছেন উপজেলাবাসী৷ উপজেলা সদরের বিভিন্ন জায়গায় পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকা বিভিন্ন সরকারি অফিস-বাসার আঙ্গিনায় পানি জমাট বেধে রয়েছেন৷ ফলে ওইসব এলাকার বাসিন্দাদের পুহাতে হচ্ছে দুর্ভোগ৷ ভারি বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন নদ-নদী-খাল-বিলে দিনদিন পানি বৃদ্ধি পাচ্ছে৷
৩১ আগষ্ট বুধবার সকালে উপজেলা সদরে ঘুরে দেখা যায়, উপজেলা পরিষদ রোডে অবস্থিত বিভিন্ন সরকারি কোয়াটার ও কৃষি অফিসের সামনে পানি জমাট বেধে আছে৷ এতে কৃষি অফিস আসা কৃষকরা পানির মধ্যে দিয়ে অফিসে প্রবেশ করছেন৷ উপজেলা সদরের নতুন বাজার এলাকার কয়েকটি বাসার আঙ্গিনায় বৃষ্টির পানি জমাট হয়ে আছে৷ ফলে এসব বাসা-বাড়িতে বসবাসকারীদের পুহাতে হচ্ছে দুর্ভোগ৷ অনেকেই রাসত্মার ওপর পানি থাকায় মাছ শিকার করতে দেখা যায়৷
এলাকার সচেতন মহল মনে করেন,উপজেলার বিভিন্ন জায়গায় পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই বিভিন্ন জায়গা পানি জমাট হয়ে থাকে৷ তবে জরম্নরী ভিত্তিত্বে উপজেলার বিভিন্ন হাট বাজার ও বাসার সামনে ড্রেইনে ব্যবস্থা করা প্রয়োজন বলে তারা মনে করেন৷
উপজেলা সদরের নতুন বাজার বাসিন্দা শফিকুল ইসলাম সফিক বলেন, পর্যাপ্ত পরিমানে ড্রেইন না থাকায় অল্প বৃষ্টি হলেই বাসার সামনে পানি জমে থাকে৷ এতে আমাদের দুর্ভোগ পুহাতে হয়৷
উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, কোথাও কোথাও ড্রেইনের ব্যবস্থা করলে পানি নিস্কাশন সম্ভব হবে তা খতিয়ে দেখে অচিরেই গুরুত্বপূর্ণ জায়গায় ড্রেইন নির্মানের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান৷