বুধবার ● ৩১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে জঙ্গিবাদ, মাদকদ্রব্যের অপব্যবহার আত্মহত্যা এবং বাল্যবিবাহ নিরোধে ইউপি চেয়ারম্যানদের ভূমিকা শীর্ষক আলোচনা
ঝিনাইদহে জঙ্গিবাদ, মাদকদ্রব্যের অপব্যবহার আত্মহত্যা এবং বাল্যবিবাহ নিরোধে ইউপি চেয়ারম্যানদের ভূমিকা শীর্ষক আলোচনা
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে জঙ্গিবাদ, মাদকদ্রব্যের অপব্যবহার আত্মহত্যা এবং বাল্যবিবাহ নিরোধে ইউপি চেয়ারম্যানদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
৩১ আগষ্ট বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো: রেজাউর রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াছমিন,সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন প্রমূখ৷
অনুষ্ঠানে সদর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম. হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন ও কালীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীনসহ জেলার ৬৭ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে জঙ্গিবাদ, মাদকদ্রব্যের অপব্যবহার আত্মহত্যা এবং বাল্যবিবাহ নিরোধে ইউপি চেয়ারম্যানদের ভূমিকা ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়৷