বৃহস্পতিবার ● ১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: গতকাল বুধবার ১৬ ভাদ্র ১৪২৩ বাংলা বাংলাদেশ সময় রাত ১১.৩৯মিনিটে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত সংবাদ শিরোনাম “রাঙামাটি বন বিভাগে ঘুষ দিলে মিলে সেগুন গাছের ভুঁয়া পারমিট” সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রাঙামাটি মো. সালাহ উদ্দিন৷
তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন সংবাদটির প্রতিবেদক তথ্য অনুসন্ধানকালীন তার সাথে কোন ধরনের যোগাযোগ ও সত্যাসত্য প্রতিবেদক যাছাই করেননি৷ তাদের ধারণা কোন একটি মহল সুকৌশলে অসত্য তথ্য প্রদান করে প্রতিবেদককে বিভ্রান্ত করেছে৷
সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত ও তথ্যগুলি সত্য নয়৷
প্রতিবেদকের বক্তব্য: “রাঙামাটি বন বিভাগে ঘুষ দিলে মিলে সেগুন গাছের ভুঁয়া পারমিট” শিরোনামে প্রকাশিত সংবাদটি বিগত ৬ মাস যাবত সরেজমিনে অনুসন্ধান করে রাঙামাটি বন বিভাগের দুর্নীতির তথ্য পাওয়া গেছে৷ যার প্রমাণাদি আমাদের কাছে রয়েছে৷
এছাড়া প্রকাশিত সংবাদটির শেষ অংশে ভুয়া পারমিট ইস্যু, চোরাই পথে কাঠ পাচার ও ঘুষ দাতাদের পদচারনায় রাঙামাটি সার্কেল বন সংরক্ষক সামসুল আজম এর কার্যালয় মুখরিত থাকার বিষয়টি ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ পরিবেশন করা হয়েছে৷
(অভিযোগকারীদের অভিযোগ পত্রের কপি আমাদের কাছে সংরক্ষিত রয়েছে)৷
রাঙামাটি সার্কেল বন সংরক্ষক সামসুল আজম এর বিষয়টি অনাকাঙ্খিত৷