শনিবার ● ৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি সরকারী কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভা
রাঙামাটি সরকারী কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভা
ষ্টাফ রিপোর্টার :: (১৯ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.১৭মিঃ) জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ জাতীয় জীবনের জন্য অভিশাপ এ শ্লোগান নিয়ে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলোর ন্যায় ৩ সেপ্টেম্বর শনিবার সকালে রাঙামাটি সরকারী কলেজ আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি সরকারী কলেজের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী কমিটির আহবায়ক ড. পার্থ প্রতীম ধর৷
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জাফর আহমদ৷
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সরকারী কলেজের উপাধ্যক্ষ মফিজ আহমেদ, রাঙামাটি জেলা অতিরিক্তি পুলিশ সুপার শহিদ উল্লাহ ও রাঙামাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ৷
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ছাত্র দল নেতা অলি আহাদ, পিসিপি নেতা সুমিত্র চাকমা, ছাত্রলীগ নেতা সুলতান মাহামুদ, অভিবাবক প্রতিনিধি শহিদুল আলম স্বপন, মাওলানা মোজাহিদুল ইসলাম,কৌন্ডিন্য থেরো, নিতাই নুপুর দাস ব্রম্মচারী, সহযোগী অধ্যাপক (পদার্থ বিজ্ঞান) দীন নাথ দে, সহযোগী অধ্যাপক (ইসলামিক ইতিহাস)ফেরদৌস কবির ও সহযোগী অধ্যাপক (দর্শন) বিধান চন্দ্র বড়ুয়া৷
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারী কলেজের শিক্ষকমন্ডলী, অভিবাবক, সাংবাদিক ও ছাত্র-ছাত্রী বৃন্দ৷
রাঙামাটি সরকারী কলেজ আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভাটি সঞ্চলনা করেন প্রভাষক (অর্থনীতি) বিজয়া চাকমা৷
রাঙামাটি সরকারী কলেজ আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভা শেষে রাঙামাটি সরকারী কলেজের প্রাক্তন ছাত্র ও রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী অতিথি বৃন্দকে সাথে নিয়ে কলেজ কমপাউন্ডের ভিতর একটি ফলজ গাছের চারা রোপন করেন৷