বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে রেলওয়ের ১৪৫ জন নিরাপত্তাবাহিনীর কাজ ৩৭ জনকে দিয়ে করানো হচ্ছে: বিশৃংখলার আশংকা
ঈশ্বরদীতে রেলওয়ের ১৪৫ জন নিরাপত্তাবাহিনীর কাজ ৩৭ জনকে দিয়ে করানো হচ্ছে: বিশৃংখলার আশংকা
ঈশ্বরদী প্রতিনিধি :: রেলওয়ে পাকশী বিভাগের অধিনে ঈশ্বরদী জংসন স্টেশন এলাকার নিরাপত্তা বাহিনীর জেনারেল,এবি ও আইবিতে কমপক্ষে ১৪৫ জন সদস্যের স্থলে মাত্র ৩৭ জন নিরাপত্তা সদস্য দায়িত্বরত রয়েছেন৷ এতে প্রতিনিয়ত নানা সমস্যার সৃষ্টি হচ্ছে ৷ দীর্ঘদিন সিপাহী পদে নিয়োগ না দেওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে৷ শতবর্ষী ঈশ্বরদী স্টেশনের গুরম্নত্ব আগ থেকেই ছিল৷ তারওপর সামপ্রতিক সময়ে সরকারের পদ্মাসেতুসহ দেশের বিভিন্ন স্থানে কর্ম তত্পরতা ও জনসংখ্যা বৃদ্ধির কারণে ঈশ্বরদীর গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে৷ এতেকরে এখান থেকে প্রতিদিন মালবাহি ট্রেনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে৷ এ জন্য ঈশ্বরদী থেকে প্রতিদিন কমপৰে ১০ টি করে মালবাহি ট্রেনে ৩ জন করে নিরাপত্তা সিপাহীকে ট্রেন স্কট ডিউটির জন্য বুক করতে হয়৷ এতে শুধুমাত্র প্রতি ২৪ ঘন্টায় প্রায় ১০০ সিপাহীর প্রয়োজন হয়৷ এছাড়া ঈশ্বরদীর ১১ টি বিটে ৩ জন করে ৩৩ জন ও লোকোসেডে কমপৰে ১২ জন সিপাহীকে প্রতি ২৪ ঘন্টায় ডিউটি করতে হয় ৮ ঘন্টার শিফ্ট অনুযায়ী ৷ সাম্প্রতিক সময়ে ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে৷ নানা কারণে অন্যান্য বিট ও লোকোসেডেরও গুরুত্ব বৃদ্ধি পেলেও নিরাপত্তা সিপাহীর সংখ্যা বাড়ানো হয়নি৷ এতে করে প্রতিটি সিপাহী ও অন্যাণ্য সদস্যদেরও বিরামহীনভাবে অমানবিকভাবে ডিউটি করতে হচ্ছে ৷ শীঘ্রই নিরাপত্তা বাহিনীর সিপাহির সংখ্যা বৃদ্ধি করা না হলে সুশৃংখল এই বাহিনীর অভ্যন্তরে বিশৃংখলার সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে বলে রেলওয়ের একটি সুত্রে জানাগেছে৷