সোমবার ● ১৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » বাংলাদেশ সাধারণ শ্রমিক ইউনিয়নের আত্মপ্রকাশ
বাংলাদেশ সাধারণ শ্রমিক ইউনিয়নের আত্মপ্রকাশ
১৯ অক্টোবর সোমবার বিকাল ৪ টায় তোপখানা রোডস্থ সাংবাদিক কমরেড নির্মল সেন মিলনায়তনে বাংলাদেশ সাধারণ শ্রমিক ইউনিয়নের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মোঃ আরমান হোসেন পলাশ ৷ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা৷ উদ্বোধনী বক্তব্য রাখেন গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ডাঃ শামসুল আলম ৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন তৃণমুল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন ৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেজাউল করিম রাজু, মোঃ শহীদুল, মোঃ সাইফুল খান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইমরান হোসেন, মোঃ রাতুল সরকার, মোঃ নয়ন, মোঃ নাজিমউদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাকিম, মোঃ রনি, মোঃ গোলাম মোস্তফা, মোঃ জোবায়ের হোসেন রাজিব, মোঃ আরজু সজিব, মোঃ ইমরান হোসেনসহ প্রমুখ ৷
সভায় সর্বসম্মতিক্রমে ৩ মাসের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় ৷ মোঃ আরমান হোসেন পলাশকে আহ্বায়ক, রেজাউল করিম রাজুকে সদস্য সচিব ও মোঃ শহীদুলকে যুগ্ম আহ্বায়ক করে ৬১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সাধারণ শ্রমিক ইউনিয়নের আত্মপ্রকাশ ৷
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তরুণ সমাজের প্রতিনিধিত্বকারী তরুণরা এগিয়ে এসে যেই সংগঠনের সৃষ্টি করলেন আমি আশা করছি এই সংগঠনের মধ্য দিয়ে নির্যাতিত-নিপীড়িত, বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সাহসের সাথে কাজ করবে ৷ মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এই সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে ৷ তিনি আরো বলেন, আজ সারাদেশের মানুষ শোষিত ও বঞ্চিত ৷ তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই ৷ শ্রমজীবী মানুষ বিভিন্নভাবে শাসকগোষ্ঠির কাছে নির্যাতনের শিকার হচ্ছে ৷ সেই নির্যাতিত-নিপীড়িত শ্রমজীবী মানুষদেরই সংগঠন বাংলাদেশ সাধারণ শ্রমিক ইউনিয়ন ৷ আমি এই সংগঠনের সফলতা আর সমৃদ্ধি কামনা করি ৷ (বিজ্ঞপ্তি)
আপলোড : ১৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় ; রাত ৮.০৭ মিঃ