শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহের মার্কেট গুলোতে বসে-শুয়ে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা
ঝিনাইদহের মার্কেট গুলোতে বসে-শুয়ে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৫ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৩৭মি.) ঈদের বাকি আর মাত্র তিনদিন৷ তবে ঝিনাইদহের ঈদ মার্কেটগুলো এখনও জমে উঠেনি৷ তাই বসে-শুয়ে অলস দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা৷
ঈদকে সামনে রেখে জমকালো পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা৷ তবে বিকিকিনি প্রত্যাশিত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেক দোকানি৷
শুক্রবার ৯ সেপ্টেম্বর ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়ক, মুন্সি মার্কেট, বিবি রোড, নিউমার্কেট, বঙ্গবন্ধু সুপার মার্কেটে, বিভিন্ন বিপণি বিতান ও ফুটপাতগুলোতে একই অবস্থা বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা৷
তারা জানান, প্রতি বছর কোরবানির ঈদে যে পরিমাণ বিক্রি হয়, এবার তা হচ্ছে না৷ কিছু ক্রেতার আনাগোনা থাকলেও বেচাকেনা একেবারেই নেই৷
নিউ এস ব্রার্দাসের স্বত্বাধিকারী আমল কর্মকার সাংবাদিককে বলেন, ‘শুক্রবার ছুটির দিন আমার দোকানে বেচাকেনা নেই৷ বসে-বসে অলস সময় কাটাচ্ছি৷ আশা করছিলাম ঈদের আগে বেচাকেনা ভালো হবে৷ কিন্তুু কোনো ক্রেতা নাই৷’
শাহিন গার্মেন্টসের কর্মচারী মিঠু হোসেন বলেন, ‘গত বছর কোরবানির ঈদে ভালো বেচাকেনা ছিলো৷ সে তুলনায় এ বছর বিক্রি নেই৷ আমরা বসে দিন কাটাচ্ছি৷’
ব্যবসায়ী আফাঙ্গীর হোসেন জানান, এ বছর বেচাকেনা না থাকায় কর্মচারীদের বেতন, বোনাস দিতে সমস্যা হচ্ছে৷ আশা করেছিলাম ঈদের কয়েকদিন আগে ভালো বিক্রি হবে৷ কিন্তুু ক্রেতাদের আনাগোনা একেবারেই কম৷
‘এ বছর কৃষকের হাতে টাকা কম থাকায় পোশাক বিক্রি কম হচ্ছে৷ কিছু চাকরিজীবী ও বড়-বড় ব্যবসায়ীরা কম-বেশি কাপড় কেনাকাটা করছেন৷ সাধারণ মানুষের আনাগোনা যে কারণে কম’- বলেন সিটি হাউজ ফ্যাশনের মালিক আব্দুর রাজ্জাক৷
দোকানের ভেতর ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে শুয়ে থাকতে দেখা গেলো৷ শুয়ে থাকার কারণ জিঞ্জেস করতেই তিনি বলেন, ‘মানুষের হাতে টাকা নাই ভাই৷ বেচা-বিক্রি প্রায় বন্ধ৷ লোকজন আসছে না, তাই শুয়ে আছি ভাই৷’