বৃহস্পতিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান ঊনসত্তর পাড়া নবীণ সংঘ ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাউজান ঊনসত্তর পাড়া নবীণ সংঘ ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাউজান প্রতিনিধি :: ঐতিহ্যবাহী ঊনসত্তর পাড়া শাহাদুল্লাহ কাজীর বাড়ির নবীণ সংঘ ক্লাবের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সকালেভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় । ক্লাবটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হলেও তখন ক্লাবের সদ্স্য ছিল মাত্র ৮জন এরা ৮জন মিলে অনেক কষ্টের বিনিময়ে কাঠ দিয়ে সেই সময়ে ছন পাতা দিয়ে এই নবীণ সংঘ ক্লাবটি প্রতিষ্টিত করেন।এর পরে ১৯৯৯ সালের দিকে মাটির নির্মাণের একটি ক্লাব ঘড় তৈরি করা হয়।
এই ক্লাবটি জড়িয়ে অাছে শাহাদুল্লাহ কাজীর বাড়ীর অনেক মানুষের ইতিহাস, অাছে ত্যাগ, যারা রাত-দিন সমাজের ঐক্য গড়ে তুলার জন্য কাজ করছেন । ক্লাবটি সাফল্য লাভ অর্জন করতে গেলে বার বার ব্যার্থ হয়ে পড়ে সমাজে লুকিয়ে থাকা কিছু কালো মুখোসধারী মহলের জন্য। কিন্তু কিছু দিন অাগে নবীণ সংঘের এক নতুন কমিটি গঠন করা হয়েছিল। নুরুল অাসাদ রিমন কে সভাপতি ও আমির হামজা’কে সাধারণ সম্পাদক করে ৫১ জন বিশিষ্ট দুই বছরে জন্য এরা ক্লাবের দায়িত্ব গ্রহণ করেন, দায়িত্ব পাওয়ার সাথে সাথে কাজ শূরু করে দেন তারা, তারা বলেন আগামিতে আমরা আগের সব কিছুকে ভুলিয়ে নতুন কিছু করে দেখাবো,ক্লাবের নতুন ভবনটি নির্মাণ করার দায়িত্ব নিয়েছেন পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোখন উদ্দীন।
নবীণ সংঘ ক্লাবের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় বিশিষ্ঠ সমাজ সেবক মো ইদ্রিস মিয়া, মো: শফি মুন্সি, আবদু সালাম,
সাবেক মেম্বার বেলাল উদ্দীন, মেম্বার হাজী আমির হোসেন, নবীন সংঘের উপদেষ্টা মো হারুণ, কাশেম মুন্সি, জালাল উদ্দীন, সাহাবুদ্দীন, আবু তাহের, ক্লাবের সভাপতি নুরুল আসাদ রিমন, সাধারণ সম্পাদক আমির হামজা, সহ-সভাপতি জাহেদ, সাংগটনিক সম্পাদক মামুন, রাশেদ, মিজান ও অর্থ সম্পাদক সাজ্জাদ প্রমূখ উপস্থিত ছিলেন। এতে মোনাজাত করেন শাহাদুল্লাহ কাজির বাড়ির পেশ ইমাম মো. ওবাইদুল মোস্তাফা।