শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » স্বামীর অধিকার ফিরে পেতে দারে দারে ঘুরছে হ্যাপী
স্বামীর অধিকার ফিরে পেতে দারে দারে ঘুরছে হ্যাপী
চাটমোহর প্রতিনিধি ::(২ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মিঃ) চাটমোহর হান্ডিয়ালের বাঘলবাড়ী গ্রামের মৃত আবু হানিফ এর ছেলে গফুর আলী (২৪) দীর্ঘ ৫ বছর ভূয়া কাবিন করে সংসার করার অভিযোগ পাওয়া গেছে৷ জানা যায়, আঃ গফুর চাকরির উদ্দেশ্যে ২০১১ সালে পাড়ি জমায় ঢাকায়৷ সেখানে সে একটি গারমেন্টস্ কোম্পানিতে চাকরি করে৷ অপর দিকে অভাব অনাটন আর দারিদ্রতাকে সহ্য করতে না পেরে মা বোনের মুখে একমুট ভাত তুলে দিতে কর্মের সন্ধানে ঢাকা যায় সিংড়া উপজেলার বারুহাশ ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের আলী আশরাফ এর মেয়ে হাফিজা খাতুন হ্যাপী (২১)৷ চাকরির সুবাদে হ্যাপী তাদেরে গ্রামের এক ভাইয়ের ঢাকার বাসায় থাকেন৷ এমতঅবস্থা আঃ গফুরে এক বন্ধুর মাধ্যমে হাফিজার খাতুন হ্যাপীর সাথে প্রথম পরিচয় হয় গফুরের৷ এক দিন দুই দিন এভাবে প্রায় ৬ মাস তাদের প্রেমের সম্পের্কের ইতি টেনে তারা ২০ মে ২০১১ সালে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়৷ তারা দীর্ঘ ৫ বছর স্বামী স্ত্রী হিসাবে সংসার করে৷ ইতি পূর্বে যৌতুক হিসাবে দুই লক্ষ টাকা নিয়েও লোভ মেটেনি গফুরের৷ সে আবারও দুই লক্ষ টাকা যৌতুক দাবী করে৷ না দিলে হ্যাপীকে গফুরের নিজ বাড়ীতে আনবে না বলে ভয় ভিতি দেখায়৷ হ্যাপী এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে লম্পট গফর তাকে ঢাকাতেই ফেলে রেখে পালিয়ে আসে তার নিজ বাড়ী হান্ডিয়ালে৷ দিশেহারা হয়ে হ্যাপী গত ১৫ সেপ্টেম্বর গফুরের ঠিকানা খুজতে খুজতে তার স্বামীর বাড়িতে আসলে গফুরে দুই বোন রুপসী, লিপি ও ভাবি তাকে বেধরমার পিট কের চুল ধরে টেনে হেছরে বাড়ির বাহিরে ফেলে দেয়৷ এমতঅবস্থায় পাশর্্ববর্তি লোকজন এসে মেয়েটিকে তাদের হাতে থেকে বাঁচিয়ে ৯নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলামের বাসায় নিয়ে যায়৷ হ্যাপীর গলার স্বর্নের একটি চেন তারা ছিরে নেয় বলে হ্যাপী সাংবাদিকদের কাছে অভিযোগ করে৷ হ্যাপী আরো বলে সু-কৌশলী গফুর দীর্ঘ ৫বছর সংসার জীবনে ঢাকাতে বসবাস করে এবং হ্যাপীর গ্রামের বাড়ীতে যাতায়াত করতো৷ হ্যাপী গফুরের বাড়ীতে আসতে চাইলেও তাকে আসতে দেয়নি গফুর৷ সাংবাদিকদের আরো জানায়, হ্যাপীর গর্ভে সন্তান আসলে গফুর সু-কৌশলে পরিকল্পিত ভাবে হ্যাপীর অজান্তে তিন মাসের সন্তান নষ্ট করে ফেলে দেয়৷ ঘটনার সত্যতার জন্য গফুরের বাড়িতে গেলে তাকে বাড়ীতে পাওয়া যায়নি তবে গফুরের মা, বোন ও ভাবিকে প্রশ্ন করলে তারা এ বিষয়ে সাংবাদিকদের তথ্য দিতে আপত্তি করেন৷ এ বিষয়ে হ্যাপী অত্র এলাকার প্রধানবর্গকে অবগতি করে৷ আঃ গফুর গং প্রভাবশালী হওয়ায় ঘটনার তিনদিন অতিবাহিত হলেও হ্যাপী তার ন্যায় বিচার থেকে বঞ্চিত রয়েছে৷ এ ঘটনা জানতে পেরে সাবেক চেয়ারম্যান রবিউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হ্যাপীকে প্রমান পত্র আনতে বলেন বলে সূত্র জানায়৷ হ্যাপী ন্যায় বিচারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে৷