সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আটঘরিয়া থানার ওসির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
আটঘরিয়া থানার ওসির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
ঈশ্বরদী প্রতিনিধি :: থানা পুলিশ কর্তৃক আইনি ব্যবস্থা গ্রহন না করার প্রতিবাদে ও সুষ্ঠ বিচার দাবিতে ঈশ্বরদীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ মুক্তিযোদ্ধা পুণর্বাসন সোসাইটির জেলা কার্যালয়, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও ভুমিমন্ত্রীর ছবি ভাংচুর করে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনীসহ বিভিন্ন ইতিহাস ভিত্তিক ৩১৪ টি বই লুট করে নেওয়ার প্রায় চার মাসেও বিচার না পেয়ে সংগঠনের পক্ষ থেকে সোমবার সকালে স্থানীয় সাপ্তাহিক বিজয়দীপ্ত কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন,পাবনা জেলা কমান্ডার খন্দকার শমসের জং আলমগীর ৷ তিনি অভিযোগ করে বলেন,গত ২ মে ২০১৬ তারিখ মধ্য রাতে জামায়াত শিবির ও বিএনপির সদস্যরা মুক্তিযোদ্ধা পুণর্বাসন সোসাইটির আটঘরিয়ার পারখিদিরপুরস্থ জেলা কার্যালয়, কার্যালয়ে টাঙ্গানো বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী ও ভুমিমন্ত্রীর ছবি ভাংচুর করে উলস্নাস করে৷ এসময় তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনীসহ বিভিন্ন ইতিহাস ভিত্তিক ৩১৪ টি বই লুট করে নিয়ে যায়৷ এ ঘটনার পর গত ৩১ মে ২০১৬ তারিখে আটঘরিয়া থানায় আসামিদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দাখিল করা হয়৷ অভিযোগ পেয়ে থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন আসামিদের সাথে যোগাযোগ করে মোটা অংকের অর্থ নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অশুভচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তিনি অফিসার ইনচার্জ ফারুক হোসেনের এহেনো কার্যকলাপে তীব্র নিন্দা জানিয়ে অপসারণ দাবি করেন৷ পাবনা জেলা কমান্ডার খন্দকার শমসের জং আলমগীরের সাংবাদিক সম্মেলনে দেওয়া অভিযোগ সঠিক না বলে দাবি করেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন ৷