মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জ কারাগার থেকে নারী আসামীর পলায়ন
সিরাজগঞ্জ কারাগার থেকে নারী আসামীর পলায়ন
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৫ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত কুলসুম খাতুন (৫০) নামে এক নারী আসামী জেলখানা থেকে পালিয়ে গেছে৷ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে৷ এঘটনায় কারা কতৃৃপক্ষ দায়িত্ব অবহেলার অভিযোগে শামীম নামে এক কারারক্ষীকে সামিয়ক বরখাস্ত করেছে৷ আসামী কুলসুম খাতুন সিরাজগঞ্জ সয়দাবাদ এলাকার মৃত মোতালেব মন্ডলের স্ত্রী৷
পুলিশ ও কারাসুত্রে জানা যায়, সোমবার রাতে তাড়াশ উপজেলার খানপাড়া এলাকার লাবু খানের বাড়ীতে চুরি করার সময় স্থানীয়রা কুলসুম খাতুনকে হাতে-নাতে আটক করেন৷ পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান রাতে তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন৷ মঙ্গলবার সকালে তাড়াশ থানা পুলিশ আসামী কুলসুমকে জেলা কারাগারে পাঠায়৷ কারাগারে ভিতরে নেয়ার পর কৌশলে ওই নারী বের হয়ে পালিয়ে যায়৷
সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার আল মামুন জানান, আসামী ভিতরে ঢোকানোর পরই অনেক আসামীর মধ্যে ওই নারী কৌশলে গেট দিয়ে বের হয়ে পালিয়ে যায়৷ পরে বিষয়টি টের পাওয়ায় যায়৷ এ ঘটনায় দায়িত্বরত এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷