বুধবার ● ২১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে বেতন বকেয়া রেখে কারখানা বন্ধের প্রতিবাদে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন৷
২১ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টার দিকে কেন্টো এশিয়া লিমিটেড নামে কারখানার শ্রমিকরা টঙ্গীর বিসিক এলাকায় বিক্ষোভ করেন৷
শ্রমিক ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গির বিসিক এলাকার কেন্টো এশিয়া লিমিটেড কারখানার শ্রমিকদের চলতি মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে শ্রমিকরা মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে৷
স্টাফদের বকেয়া বেতন, ঈদ বোনাস ও শ্রমিকদের চলতি মাসের বেতনসহ বিভিন্ন পাওনা না দিয়ে কর্তৃপক্ষের স্বাক্ষর বিহীন একটি বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় এবং প্রতিষ্ঠানটির গেইটে তালা ঝুলিয়ে দেয়া হয়৷ তাদের বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ পাওনা বেতন না দিয়ে কারখানাটি বন্ধের ঘোষণা দেয়৷
পরে শ্রমিকরা বুধবার সকালে কর্মস্থলে গেলে কারখানার ফটকে তালা দেখতে পান৷ এসময় বেতন ভাতা পরিশোধের দাবিতে উত্তেজিত শ্রমিকরা কারখানা ফটকের সামনেই বিক্ষোভ শুরু করে৷
টঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে৷ এ ব্যাপারে শ্রমিকরা একটি সাধারণ ডায়রি করেছেন৷