বৃহস্পতিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ঈশ্বরদী প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মিঃ) নতুন বছরে নতুন আঙ্গিকে ও সৃজনশীলতা নিয়ে বিদ্যালয় পরিচালনার লক্ষ্যে অভিভাবক সমাবেশ করেছে দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল৷ বিদ্যালয়টির পরিচালক ও সাংবাদিক গোপাল অধিকারীর সভাপতিত্বে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ অধ্যক্ষ সাকিনা সুলতানার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডার গার্টেন এসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি লুত্ফর রহমান৷ প্রধান অতিথির বক্তব্যে তিনি বিদ্যালয়টির উত্তোরত্তর সাফল্য কামনা করে মানসম্মত শিক্ষাদানের প্রতি জোর দাবী জানান৷ সভাপতির শূভেচ্ছা বক্তব্যে গোপাল অধিকারী বলেন,সন্তানদের শুধু বিদ্যালয়ে পাঠালেই হবে না ,সন্তানটি কতটুকু মানসম্মত শিক্ষা পাচ্ছে এ ব্যাপারে সকল অভিভাবককে সচেতন থাকতে হবে৷ তাহলে ভাল শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে উঠবে সন্তানও সুশিক্ষায় শিতক্ষত হবে৷ এছাড়াও বক্তব্য রাখেন অভিভাবক সদস্য সরোয়ার জাহিদ তপন,আব্দুল মতিন,ডা.কামরুজ্জামান,তাজমল হোসেন,বিপ্লব,উত্তম সরকার,ইকরাম হোসেন,শম্পা দত্ত,সুচিত্রা কুন্ডু,পপি সাহা,রেনুকা পাল,লিপি বেগম,তামান্না ওয়াহিদ,নামিরা আক্তার, তাহমিনা আক্তার ,রিক্তা খাতুন,সোনিয়া আক্তার ও মালেকা খাতুন৷এসময় বিদ্যালয়টির শিক্ষক জামিল হোসেন,শিক্ষিকা হাচিনা নিজাম,আন্না খাতুন ও মুক্তি কুন্ডু উপস্থিত ছিলেন৷ পরে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়৷