বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপিত
গাজীপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.০৪মিঃ) ‘তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৬ উদযাপিত হয়েছে৷
২৮ সেপ্টেম্বর সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়৷
গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম র্যালিটি উদ্বোধন করেন৷
এসময় তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সকল দেশে এখনও তথ্য অধিকার আইন পাশ হয়নি৷ সেদিক থেকে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছে৷ সরকার তার জবাবদিহিতা ও স্বচ্ছতার চর্চা করছে৷
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, তথ্য চাওয়ার বিশেষ করে সঠিক তথ্য চাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে৷ অযথা হয়রানি না করার জন্য অনুরোধ জানান তিনি৷
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদ হাসান, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) ফারজানা মান্নান, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট, সনাক সভাপতি অধ্যাপক আয়েশ উদ্দিন, সহ-সভাপতি অধ্যাপক এম. এ. বারী, সনাকের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ শহীদ উল্যাসহ অন্যান্য সনাক সদস্যবৃন্দ, স্বজন সদস্যবৃন্দ, বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসের সদস্যবৃন্দ৷
দিনব্যাপি দিবসটি উদযাপনে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল কাজী আজিমউদ্দিন কলেজে দুর্নীতিবিরোধী কার্টুনচিত্র প্রদর্শনী, ভিডিও ড্রামা প্রজেকশন, দুর্নীতিবিরোধী গণনাট্য প্রদর্শন, ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক এবং তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রচারণা৷