বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপার পৌর মেয়রকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন
শৈলকুপার পৌর মেয়রকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী আশরাফুল আজমকে জড়িয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিভিন্ন ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
২৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে চৌরাসত্মার মোড়ে শৈলকুপা হিন্দু, বৈদ্ধ্য ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাজার দোকান মালিক সমিতি ও পৌরবাসীর ব্যানারে মানববন্ধনে হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন৷
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবী কালু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক খাইরুল ইসলাম মুকুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের আইন বিষয়ক সহ-সম্পাদক আজাদ রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও কাউন্সিলর শফিকুল ইসলাম শফি, আওয়ামীলীগ নেতা ও কাউন্সিলর নায়েব আলী, প্যানেল মেয়র (১) খন্দকার রাকিবুল ইসলাম রাকিব, কাউন্সিলর নাজিম উদ্দিন, মুকুল খান ও বকুল হোসেন প্রমুখ৷
বক্তারা বলেন, সমপ্রতি পৌর মেয়র কাজী আশরাফুল আজম, তার ছোট ছেলে রাজিব কাজী, শ্যালক রাসু কাজী ও কমর্ী আব্দুর রহিমকে জড়িয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে৷
তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচী৷ মেয়র ও তার পরিবারের বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত বলে বক্তারা দাবী করেন৷
বক্তারা আরো বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তার উন্নয়নমূলক কর্মকান্ড ও জনপ্রিয়তা নষ্ট করতেই এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে৷ মানববন্ধনে উপস্থিত হাজার হাজার জনতার পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি৷