শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আইনজীবীদের নিয়ে ব্লাস্টে দুই দিনের প্রশিক্ষণ সম্পন
রাঙামাটিতে আইনজীবীদের নিয়ে ব্লাস্টে দুই দিনের প্রশিক্ষণ সম্পন
ষ্টাফ রিপোর্টার :: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.২৯মি.) বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাঙামাটি ইউনিট কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের অধীনে স্টাফ ও প্যানেল আইনজীবীদের নিয়ে ”সমসাময়িক প্রণীত আইন ও প্রতিকার” শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ সম্পন হয়৷ শুক্রবার ৩০ সেপ্টেম্বর রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় এ প্রশিক্ষণে রিসোসর্ পারসন ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রতীম রায়, ব্লাস্ট রাঙামাটি ইউনিটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিজ্ঞ সরকারী কৌশুলী (জিপি) পরিতোষ কুমার দত্ত, রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রফিকুল ইসলাম৷
প্রশিক্ষক হিসেবে ছিলেন এ্যাডভোকেট জুয়েল দেওয়ান, এ্যাডভোকেট মিলন চাকমা, ঢাকা প্রধান কার্যালয়ের প্রশিক্ষন সেলের সমন্বয়কারী এ্যাডভোকেট ওয়াহিদা বেগম৷
কর্মশালায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় সমসাময়িক আইনের প্রায়োগিক দিক ও দেশের ও আন্তজাতির্ক আইনের পরিমন্ডলে যে সব আইন রয়েছে তার সম্পকের্ সম্যক ধারণা এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীদের যে ভূমিকা তা প্রশিক্ষণে তুলে ধরা হয়৷
প্রশিক্ষণে হিউম্যান রাইটস ল, সংবিধান,পলিসি, প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা এ্যাক্ট ২০১৩, প্রতিবন্ধী অধিকারের সাথে সম্পর্কিত অন্যান্য আইন, পিতামাতার ভরনপোষন আইন ২০১৩, বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত পেশাগত সদাচার সম্পর্কিত বিধিমালা,পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) এ্যাক্ট ২০১৩, শিশু আইন ২০১৩, ফিঙ্গার টেস্ট ও নারীর অধিকার সম্বলিত বিষয়গুলো পাওয়ারপয়েন্ট পেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন ও দলীয় ভিত্তিক কাজ করা হয়৷