শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ৪ ইউনিয়নে চাল বিক্রি কর্মসূচির উদ্বোধন
বিশ্বনাথে ৪ ইউনিয়নে চাল বিক্রি কর্মসূচির উদ্বোধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১০মি.) বিশ্বনাথ উপজেলার ৪টি ইউনিয়নে খাদ্য মন্ত্রনালয়ের ‘খাদ্য বান্ধব কর্মসূচি’র আওতায় ১০ টাকা কেজিতে চাল বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে৷ ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১ অক্টোবর শনিবার উপজেলার দৌলতপুর, রামপাশা, খাজাঞ্চী ও লামাকাজী’ ইউনিয়নে ১০ টাকা কেজিতে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী৷
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা ঘোষিত নির্বাচনের ইশতেহার বাস্তবায়ন করার জন্য সারা দেশের ন্যায় বিশ্বনাথেও ‘১০টাকা কেজিতে চাল বিক্রয়’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে৷ এর মাধ্যমে আবারও প্রমানিত হল আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী৷ মানুষকে প্রতিশ্রম্নতি দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম শেষ হয় না, কাজের বাস্তবায়ন করে৷ আর এ জন্যই দেশের সর্বস্থরের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে এদেশে রাষ্ট্রীয় ৰমতায় বার বার দেখতে চান৷ অনুষ্ঠানে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে মন্ত্রী করার দাবি জানান খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদল নেতা তালুকদার গিয়াস উদ্দিন৷
দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় ‘দৌলতপুর ইউনিয়নে’, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক’র সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল আহমদ মুন্নার পরিচালনায় ‘রামপাশা ইউনিয়নে’, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মকদ্দুছ আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নাজমুল ইসলামের পরিচালনায় ‘খাজাঞ্চী ইউনিয়নে’ ও লামাকাজী ইউপির প্যানেল চেয়ারম্যান এনামুল হক মেম্বারের সভাপতিত্বে ও ইউপি সদস্য ফয়ছল আহমদের পরিচালনায় ১০ টাকা কেজিতে চাল বিক্রয় কর্মসূচির উদ্বোধনী পৃথক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷