বুধবার ● ২১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » আজ পিসিজেএসএস এর অফিস আদালত বর্জন কর্মসূচী
আজ পিসিজেএসএস এর অফিস আদালত বর্জন কর্মসূচী
![]()
ষ্টাফ রিপোর্টার :: আজ ২১ অক্টোবর পার্বত্য তিন জেলায় রাঙামাটি , খাগড়াছড়ি ও বান্দরবানে হাটবাজার, অফিস ও আদালত বর্জন কর্মসূচী পালন করবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
উল্লেখ্য গত ১৬ অক্টোবর থেকে লিফলেট ও জনসংযোগ করে এই কর্মসূচী তিন পার্বত্য জেলায় সফল করার জন্য আহবান জানায় সংগঠনটি। অসহযোগ আন্দোলনে যোগ দিন, সফল করুন! অফিস-আদালত বর্জন কর্মসূচি সফল করুন , তিন পার্বত্য জেলায় সকল প্রকার অফিস-আদালত বর্জন করুন, অফিস-আদালতে যাওয়া ও অফিস-আদালতের কাজ-কর্ম থেকে বিরত থাকুন, অফিস-আদালতে যাওয়া থেকে ও অফিস-আদালতের সকল প্রকার কাজ-কর্ম থেকে বিরত থাকুন। সর্বাত্মকভাবে বর্জন করে অফিস আদালত স্থবির ও অচল করে দিন। অফিস-আদালত বর্জন কর্মসূচি পালনে স্বতফুর্তভাবে এগিয়ে এসে অসহযোগ আন্দোলন জোরদারকরণে সামিল হোন, সর্বোপরি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে এগিয়ে নিতে এবং সরকারের চুক্তি বিরোধী ও জুম্ম-স্বার্থ পরিপন্থী কার্যক্রম প্রতিরোধ ও প্রতিবিধানে বলিষ্ঠ ভূমিকা পালন করুন। ইত্যাদি ছিল সংগঠণটির প্রচারণা।
এছাড়া জেলা-উপজেলা ও ইউনিয়ন স্তরের সরকারী-বেসরকারী সকল প্রকার অফিস, আদালত, ব্যাংক-বীমা-এনজিও অফিস বর্জন করার আহবান জানানো হয় ।
পিসিজেএসএস এর দাবী পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন,পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালি স্থায়ী অধিবাসীদের নিরাপত্তা, স্বার্থ ও অধিকার সুনিশ্চিত করা ও অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে স্বতফূর্তভাবে সামিল হয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করা।
এদিকে পার্বত্য চট্টগ্রামের তিন পাহাড়ী সংগঠন পিসিজেএসএস (সন্তু গ্রুপ) পিসিজেএসএস সংস্কারপন্থী ও পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ আগামী ডিসেম্বর পর্যন্ত কোন প্রকার হানাহানি কোন্দল বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করবে না এমন এক অলিখিত চুক্তি করেছে বলে পিসিজেএসএস এর শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। আপলোড ২১ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় রাত ২.৫০ মিঃ





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায় এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি : নির্মল বড়ুয়া মিলন
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
সবচেয়ে বড় উদ্বেগ ভোটকেন্দ্রের নিরাপত্তা : জুঁই চাকমা
রাঙামাটিতে দুর্গম পাহাড়ের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী