রবিবার ● ২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে ডাকাতের আক্রমনে স্বামী-স্ত্রী আহত
কাউখালীতে ডাকাতের আক্রমনে স্বামী-স্ত্রী আহত
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মিঃ) রাঙামাটি জেলার কাউখালী উপজেলার কাশখালীতে ১ অক্টোবর শনিবার সন্ধ্যায় ডাকাতি চেষ্টাকালে ডাকাতের ছুরির আঘাতে স্বামী স্ত্রী আহত হয়েছেন। কাউখালী থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কলমপতি ইউনিয়নের কাশখালী গ্রামের বাসিন্দা মোঃ শাহালম মিয়াজি-(৪৭)পিতামৃত,সাইজ উদ্দিন৷ তার নব বিবাহীত স্ত্রী নয়ন আক্তার-(২৭)সহ সন্ধ্যা সাড়ে সাতটার সময় রাতের খাবার খাচ্ছিলেন এ সময় ৩/৪জন যুবক ছেলে মুখোশ বাধা অবস্থায় তাদের ঘিরে পেলেন এবং হাত পা রশি দিয়ে বেধেঁ ঘরে থাকা নগদ টাকা পয়সা,স্বর্নালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালালে স্বামী স্ত্রী চিত্কার দিলে ডাকাতরা তাদের দুইজনকে চুরি দিয়ে আঘাত করে। এ সময় নগদ বিশ হাজার টাকা ও সাড়ে তিনভড়ি স্বর্নালংকার নিয়ে ডাকাতরা পালিয়ে যায়৷ পরে এলাকার লোকজন চিত্কার শুনে স্বামী স্ত্রীকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিত্সা প্রদান করেন এবং খবর পেয়ে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতদল ফেলে যাওয়া একটি টর্চ লাইট ও বেশ কিছু কাগজ পত্র উদ্ধার করেন৷ এ ব্যাপারে শাহালম মিয়াজি বাদি হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন৷ দঃবিঃ৩৯৪ধারামূলে কাউখালী থানার মামলা নম্বার ৩,০১.১০.২০১৬ইং ৷ মামলার আইও এস আই মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন ৷