বুধবার ● ২১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পিসিজেএসএস এর ঘোষিত অবরোধ, অফিস-আদালত,হাটবাজার বর্জন কর্মসূচী তিন পার্বত্য জেলায় জনজীবনে কোন প্রভাব ফেলেনি
পিসিজেএসএস এর ঘোষিত অবরোধ, অফিস-আদালত,হাটবাজার বর্জন কর্মসূচী তিন পার্বত্য জেলায় জনজীবনে কোন প্রভাব ফেলেনি
ষ্টাফ রিপোর্টার ::পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু গ্রুপ) ঘোষিত অবরোধ, অফিস-আদালত, হাট-বাজার,শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সকল কর্মকান্ড বর্জন কর্মসূচী ঢিলেঢালা ভাবে চলছে তিন পার্বত্য জেলায়৷
আমাদের বান্দরবান জেলা প্রতিনিধি জানান বান্দরবান সদর উপজেলায় খুব হালকা প্রভাব পড়েছে ৷ উপজেলা সার্ভেয়ার টনক চাকমা ও সহকারী এসিল্যান্ড আবুল বশর কর্মসূচীর অংশ হিসেবে অফিস বর্জন করেছেন৷ বান্দরবান জেলা পরিষদে প্রভাবের খবর পাওয়া গেলেও অফিস চলছে ৷ এছাড়া ব্যাংক, বীমা, স্বায়ত্বশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও জেলা প্রশাসকের অফিস, আদালত ও স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে চলছে ৷ বান্দরবান শহরে ঘুরে দেখা গেছে সদরে পিসিজেএসএস এর নেতা কর্মীদের ও তেমন চোখে পরার মত উপস্থিতি নেই ও কর্মসূচীর আওতায় দেখা যায়নি ৷ তবে বান্দরবানের দুই উপজেলা রোয়াঙছড়ি ও রুমাতে কর্মসূচীর প্রভাবের খবর পাওয়া গেছে৷ উল্লেখ্য এই দুই উপজেলা চেয়ারম্যান পিসিজেএসএস এর সমর্থিত ৷ আলীকদম প্রতিনিধি জানিয়েছেন উপজেলার সব ধরনের কর্মকান্ড স্বাভাবিক চলছে ৷
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জানান খাগড়াছড়ি পার্বত্য জেলায় পিসিজেএসএস এর কর্মসূচীর কোন ধরনের জনজীবণে প্রভাব পড়েনি এবং সকল ধরনের কার্যালয় স্বাভাবিক চলছে ৷
এদিকে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী, লংগদু , রাজস্থলী, বিলাইছড়ি,কাপ্তাই,বাঘাইছড়ি,জুড়াছড়ি ও নানিয়ারচর উপজেলা প্রতিনিধিরা জানান উপজেলা গুলির সব ধরনের কার্যালয় স্বাভাবিক ভাবে চলছে ৷ কোন ধরনের দুঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে বরকল থানার অফিসার ইনচার্জ নীলু কান্তি বড়ুয়া জানান উপজেলাটি পিসিজেএসএস এর নিয়ন্ত্রনে হওয়ায় অফিস বর্জন কর্মসূচী কোন রকম ভাবে চলছে কারণ অফিস আদালত বর্জন কর্মসূচী সফল করার জন্য বরকল উপজেলা চেয়ারম্যান গতকাল মঙ্গলবার ২০ অক্টোবর থেকে বরকলে অবস্থান করছেন, সেখানকার স্থানীয় প্রশাসনকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছেন ৷
স্থানীয় প্রশাসনের গুরুত্বপুর্ণ পদে থাকা সরকারী একজন কর্মকর্তা বলেন উপজেলা চেয়ারম্যান মনি চাকমার কারণে গত কয়েক মাসের ভিতর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জসহ বেশ কয়েকজন সরকারী কর্মকর্তা অসহায় হয়ে বরকল উপজেলা থেকে বদলী হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন ৷ পিসিজেএসএস এর প্রধান সাবেক গেরিলা নেতা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের অত্যান্ত কাছের লোক বলে খ্যাত উপজেলা চেয়ারম্যান মনি চাকমার বিরুনদ্ধে সরকারী প্রশাসনের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের উপরে কারণে অকারণে খবরদারী ও ক্ষমতার অপব্যবহারের শুরু থেকে অভিযোগ রয়েছে ৷
স্থানীয় একটি সূত্র জানায় বরকল সদরে এখন পূজা ও জুয়া নিয়ে লোকজন ব্যস্ত বেশী ৷
রাঙামাটি কোতয়ালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানান, শহরের মধ্যে অফিস, আদালত, স্কুল-কলেজ, ব্যাংক, বীমা,বেসরকারী প্রতিষ্ঠানসহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে, কর্মকর্তা কর্মচারীরাও অফিসে আছেন তবে উত্কষ্ঠার কারনে লোকজনের উপস্থিতি কম ৷
কোতয়ালী থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল হান্নান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান সকাল থেকে রাঙামাটি শহরের কোথাও কোন অপ্রীতিকর কোন ঘটনা খবর পাওয়া যায়নি৷
রাঙামাটি শহরের আইন শৃংখলা স্বভাবিক রয়েছে ৷
আপলোড : ২১ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ১. ৪৭ মিঃ