মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে আলোক ফাঁদ
গাবতলীতে আলোক ফাঁদ
বগুড়া প্রতিনিধি :: চলতি রোপা আমন মৌসুমে ধানক্ষেতে ক্ষতিকারক পোকা সনাক্তকরণের জন্য ৪ অক্টোবর মঙ্গলবার রাঁতে বগুড়া গাবতলীর কাগইল বাজার, দড়িপাড়া, তেলকুপি ও সোনারায়ের সাবেকপাড়া’য় আলোক ফাঁদ করা হয়েছে৷ আলোক ফাঁদ পরিদর্শন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা জাহেদুর রহমান জাহিদ, জান্নাতুন মহল তুলি, আক্তার জাহান, জাহাঙ্গীর আলম, এনামুল হক, ডিএস তনশ্রী ও রিভা রানী৷
এসময় উপস্থিত ছিলেন আদর্শকৃষক আব্দুল বারী, শিক্ষক আইয়ুব আলী, আছালত জামান, কৃষ্ণ কুমার, মাহবুবুর রহমান, সিহাব উদ্দিন, রাকিব হাসান ও সাংবাদিক আল আমিন মন্ডল প্রমূখ৷