বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » আগামী প্রজন্মের মানসম্পন্ন শিক্ষার অর্জনের বিকল্প নেই: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
আগামী প্রজন্মের মানসম্পন্ন শিক্ষার অর্জনের বিকল্প নেই: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২১ অাশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৬মি.) শিক্ষিত জনগোষ্ঠি ছাড়া পাহাড়ের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, দেশের উন্নয়নে আগামী প্রজন্মের মানসম্পন্ন শিক্ষার অর্জনের বিকল্প নেই ৷ শিক্ষিত জনগোষ্ঠিই একদিন মানবসম্পদে পরিনত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সৰম হবে৷ শিক্ষা অর্জনে সমতল জেলার বিভিন্ন ছাত্র-ছাত্রীদের সাথে তাল মিলিয়ে পাহাড়ের ছাত্র-ছাত্রীরাও সমানভাবে এগিয়ে যাচ্ছে বলেও তিনি মনে করেন৷
৫ অক্টোবর বুধবার বেলা ১২টার দিকে তবলছড়ি গ্রীনহিল কলেজের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন৷ গ্রীনহিল কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌরসভার মেয়র মো. শামছুল হক নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে এবং অন্যদের তা জানাতে হবে৷ বঙ্গবন্ধু কণ্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে৷ দেশের অনেক স্কুল-কলেজ সরকারীকরণ করা হয়েছে৷ যা অতীতে কেউ করতে পারেনি৷
অনুষ্ঠানে যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মাহমুদুল হক, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন৷ তবলছড়ি গ্রীনহিল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেন নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন৷
এসময় খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সহধর্মিনী মিসেস মল্লিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, আবদুল জব্বার, শতরুপা চাকমা, নিগার সুলতানা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী , সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন লিটন,তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল কাদের, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আকবর, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ স্থানীয় নির্বাচিত জন প্রতিনিধি ও ছাত্র-ছাত্রী অভিভাবকগন উপস্থিত ছিলেন৷