বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৭মি.) সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে৷ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কামারখন্দ উপজেলার মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয় অনাড়ম্বর অনুষ্ঠান ও উত্সবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ বৃত্তি প্রদান করা হয়৷
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা, মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. তারিক আহমেদ, কামারখন্দ থানা অফিসার ইনচার্জ(ওসি) বাবুল উদ্দিন সরদার, শ্রী স্বপন কুমার দে ও প্রধান শিক্ষক মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়৷
প্রধান অতিথি খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান বলেন, আমি বক্তব্যের চেয়ে কাজকে বেশী পছন্দ করি৷ তিনি বলেন, কিছু কিছু পাপ আছে যা আল্লাহ ক্ষমা করেন না৷ যেমন মানুষ হত্যা৷ নিষিদ্ধ কাজ কর্ম যতই আনন্দদায়ক হোক না কেন তা পরিত্যাগ করতে হবে৷ মিথ্যা বলা যাবেনা, যুদ্ধ করতে হবে আত্নার সাথে৷ সকল ধর্মই সাম্যের কথা বলে৷ ঘৃনিত কাজ করা যাবেনা৷
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সেদিন খুশী হব যেদিন তোমরা লেখাপড়ার মাধ্যমে প্রকৃত আত্যতাগী মানুষ হিসাবে দেশের দায়িত্ব নিবে৷ কাগজে কলমে জ্ঞান অর্জন আসল কথা নয়৷ আত্মসুদ্ধির মাধ্যমে মানুষের মত মানুষ হওয়াই আসল কথা৷
পরে জেলার ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরিক্ষায় ১৬২৭ জন জিপিএ ৫ প্রাাপ্ত ছাত্র-ছাত্রীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণীর ৩২৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়৷ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের চার সহস্রাধিক মেধাবী ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকগনের পাশাপাশি ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমআরএফ এর সচিব আলহাজ্ব জোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী আলহাজ্ব খুরশীদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী হাম্মদ আলী ও বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. আরমান খান৷