শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৩২৭টি মণ্ডপে শারদীয় দুর্গোত্সব
গাজীপুরে ৩২৭টি মণ্ডপে শারদীয় দুর্গোত্সব
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ::( ২৩ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১২.৩৭মি.) গাজীপুরে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গোত্সবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া ৭ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫দিনের শারদীয় দুর্গোত্সব শুরু হয়েছে৷ ৫দিনব্যাপী মণ্ডপে চলবে পূজার্চনা, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা৷
দেবীদুর্গাকে ভক্তি ভরে বরণ করে নেন গাজীপুর জেলার হিন্দু নরনারী৷ মন্দিরের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে উত্সবের আমেজ৷ ঢাকের বোল, কাঁসার ঘন্টা, শাঁখের ধ্বনীতে শুক্রবার থেকে মুখর হয়ে উঠছে পূজামণ্ডপ৷
৭ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ৮ অক্টোবর শনিবার মহাসপ্তমী, ৯ অক্টোবর রবিবার মহাষ্টমী ও কুমারী পূজা, ১০ অক্টোবর সোমবার মহানবমী ও ১১ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা সমাপ্ত হবে৷
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, মহাশক্তি মহামায়া দুর্গতিনাশিনী দুর্গা এবার কৈলাস থেকে বাবার বাড়ি বসুন্ধরায় আসেন ঘোড়ায় চড়ে৷ সঙ্গে নিয়ে আসেন গণেশ, কার্ত্তিক, লক্ষ্মী আর সরস্বতীকে৷ আর ফিরবেন ঘোড়ায় চড়ে৷ যার ফলে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা৷ তারপরও দুঃখ-দারিদ্র্য থেকে মুক্ত করে ধরিত্রীকে রক্ষা করবেন মা দুর্গা৷
এ বছর গাজীপুর জেলার ৩২৭টি মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে৷ হিন্দু সমপ্রদায়ের বৃহত্তম ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা উত্যাপন হচ্ছে৷ পূজা উপলক্ষে জেলার মণ্ডপগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়েছে৷ তোরণ নির্মাণ, রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন আর আলোকসজ্জায় দৃষ্টি কাড়ছে ভক্তদের ৷
গাজীপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মণিন্দ্র চন্দ্র মন্ডল জানান, এবার গাজীপুর সদর উপজেলার (গাজীপুর সিটি করপোরেশনসহ) ৯১টি মণ্ডপে, কালিয়াকৈর উপজেলায় ৯৫টি মণ্ডপে, কালীগঞ্জ উপজেলায় ৩৪টি মণ্ডপে, কাপাসিয়া উপজেলায় ৬১টি মণ্ডপে এবং শ্রীপুর উপজেলার ৪৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে৷
তিনি আরো জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে পাঁচ’শ কেজি করে চাউল সরকারি সহয়তা দেয়া হয়েছে৷
জেলা শহরের কৃপাময়ী কালী মন্দির পূজা উত্যাপন কমিটির সাধারন সম্পাদক সনজিত্ কুমার মলি্লক জানান, আজ শুক্রবার থেকেই পূজা শুরু তবে আমাদের মুল উত্সব শুরু হবে আগামী শনিবার থেকে৷
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, দুর্গাপূজা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে৷ প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার সদস্য মোতায়েন রয়েছে৷ এ ছাড়াও সাদা পোশাকে পুলিশ এবং পুলিশের মোবাইল টিম কাজ করছে৷