শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শাহবাজপুর চা বাগানের ভূমি জবরদখল
শাহবাজপুর চা বাগানের ভূমি জবরদখল
সিলেট জেলা প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.২১মি.) সিলেটের বড়লেখায় ভুমিখেকো চক্র এবার স্কয়ার গ্রুপের মালিকানাধীন শাহবাজপুর চা বাগানের ভূমি জবরদখল করে বাঁশের বেড়া দিয়ে খুপরি ঘর নির্মাণ করছে। বাগানের ভূমি জবরদখল করে খুপরি ঘর নির্মাণে ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আদিবাসী খাসিয়াদের ঢাল হিসেবে সামনে রেখে পরোক্ষভাবে ভূমি দখল ও এ কাজে সহযোগিতা করছে নেপথ্যে থাকা ওই ভূমিখেকো চক্রটি। চা বাগানের অভ্যন্তরে দুর্গম এলাকায় অন্তত অর্ধশত খুপরি ঘর নির্মাণ করে দেশীয় অস্ত্রসস্ত্র সহ রাতভর পাহারা দেয়ায় ভয়ে কাজে যেতে পারছে না নিয়মিত শ্রমিকরা।
এ নিয়ে ভূমিখেকো চক্র ও বাগানপক্ষের মধ্যে যে কোনো সময় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। এলাকার শান্তি- শৃংখলা বজায় রাখতে গত ৩ অক্টোবর উপজেলা প্রশাসন সমঝোতা বৈঠক করে বিরোধপুর্ণ ভূমিতে উভয় পক্ষকে না যাওয়ার নির্দেশ দিয়েছে। উপজেলা প্রশাসনের এ নিষেধাজ্ঞাকে বুড়িআঙ্গুল দেখিয়ে গত সোমবার রাতেও আরও কয়েকটি খুপরি ঘর নির্মান করেছে ভূমিখেকোচক্রটি।
জানাযায়, স্কয়ার গ্রুপের মালিকানাধীন অর্গানিক চা উৎপাদনকারী ও রপ্তানি মুখী শাহবাপুর চা বাগানের চা সেকশনের একটি টিলায় ছোটো ছোটো একাধিক খুপরি ঘর নির্মান করে একটি প্রভাবশালী ভুমিখেকো চক্র। খাসিয়া সম্প্রদায়ের লোকজনকে দখল পাহারার অস্ত্র-রসদ দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করছে নেপথ্যে থাকা ভূমিখেকো চক্রটি। বাগানের লিজকৃত ১নং খতিয়ানের ১৪৮, ৫১৭, ৫২০ ও ৭০১ দাগের সাড়ে ৪০০ একর ভূমির ওপর গত ২৮ সেপ্টেম্বর রাতের আঁধারে স্থানীয় একদল ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে জবরদখল করে অবৈধ ঘরসহ স্থাপনা নির্মাণ করছে।
দখলকারী সন্ত্রাসীরা ইতোপূর্বে বাগান এলাকায় একাধিক হত্যাকান্ড- ঘটিয়েছে। জবর দখলের ঘটনায় বাগানপক্ষ ও ভূমিখেকো চক্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকা বাসী। বাগানের শ্রমিক নিরঞ্জন কর্মকার, বাবুল বাউরি, লক্ষীন্দর ব্যানার্জি, মেঘনাথ নায়েক প্রমুখ অভিযোগ করেন, খাসিয়ারা বাগানের দখলীয় পিচলাটিলা নামক এলাকার ভূমি জবরদখল করে ২৫টি অবৈধ ঘর নির্মাণ করে। তাদের হুমকি-ধামকিতে সপ্তাহ ধরে শ্রমিকরা কয়েকটি টিলায় চা পাতা তুলতে যাওয়ার সাহস পাচ্ছে না। চা বাগানের মহা ব্যবস্থাপক আলী আহমেদ জানান, ১১ বছর আগে নির্মিত চা বাগানের সীমানা পিলার, নেট উপড়িয়ে এবং ১০-১২ হাজার চা গাছ কেটে প্রভাব শালীদের ছত্রচ্ছায়ায় স্থানীয় সন্ত্রাসী বটল মিয়া, মাসুক মিয়া, মেলেট খাসিয়া, কার্লিম, কবিনেল, দিরীমদের খাসিয়া, লোকাস বাহাদুর প্রমুখ পিচলাটিলার অন্তত সাড়ে ৪০০ একর ভূমি জবর দখলে নিয়ে ২৫টি খুপরি ঘর তৈরি করে রাতে সেখানে পাহারা দিচ্ছে।
এলাকাবাসী অনেকে ভয়ে নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রকৃতপক্ষে খাসিয়াদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করছে একটি প্রভাবশালী মহল। একসময় তারাই খাসিয়াদের উচ্ছেদ করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে ওই ভূমিটি। গত ৩০ সেপ্টেম্বর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খাসিয়াদের অবৈধ দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও নেপথ্যের চক্রটি তা মানেনি। থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান জানান, পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম আবদুল্লাহ আল মামুন জানান, বাগানের লিজকৃত ভূমি খাসিয়ারা দখলে রাখতে পারবে না। বাগানের লিজকৃত ভূমি প্রকৃত মালিকই পাবে।