রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে দেড় লক্ষাধিক টাকা ছিনতাই : আহত ৪
সিরাজগঞ্জে দেড় লক্ষাধিক টাকা ছিনতাই : আহত ৪
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি :: বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজের কাছে রাস্তায় তার কাটা ফেলে প্রাইভেট কারের চাকা পাংচার করে যাত্রীদের কাছ থেকে টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নিয়েছে৷ এ সময় তাদের মারপিটে চারজন আহত হয়েছে৷ ৮ অক্টোবর শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে৷ আহতরা হলো- নাটোর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম জাহিদ, নাটোরের লালবাজার এলাকার আশুতোষের ছেলে সঞ্জয় ও মুকুল চন্দ্র সাহার ছেলে মিঠুন সাহা৷
আহত মিঠুন সাহা জানান, ঢাকা থেকে প্রাইভেট কারযোগে নাটোর যাচ্ছিলাম৷ ঝাঐল ওভারব্রীজ এলাকায় পৌছলে মহাসড়কের ওপর ফেলে রাখা বাটামের সাথে লাগানো তার কাটায় গাড়ীর চাকা পাংচার হয়৷ গাড়ী থামার সাথে সাথে অন্ধকারের মধ্যে কয়েকজন ছিনতাইকারী তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট শুরু করে৷ এ সময় তাদের কাছ থেকে ১লাখ ৬০ হাজার টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নেয়৷ একপর্যায়ে তারা দৌড়ে এলাকার ভিতর ঢুকে পড়ে৷ পরে স্থানীয়দের সহযোগিতায় বাসযোগে হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় সাকাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন৷
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রফিক জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে হাসপাতালে তাদেরকে ভর্তি করে প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করা হয়৷ দুজনের অবস্থা আশঙ্কাজক হওয়ায় নাটোরে পাঠিয়ে দেয়া হয়েছে৷ দুজন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে৷
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলামজানান, মহাসড়কে গাড়ি পাংচার হয়ে পড়েছিল৷ কি কারণে পাংচার হয়েছে সেটি বলা যাচ্ছে না৷ তবে ঘটনাটি দুর্ঘটনা নাকি ছিনতাই তা খতিয়ে দেখা হচ্ছে৷