মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » পাবনা » ধর্মের নামে অসত্ কাজ করলেই তাদের গুড়িয়ে দেওয়া হবে : ভূমিমন্ত্রী
ধর্মের নামে অসত্ কাজ করলেই তাদের গুড়িয়ে দেওয়া হবে : ভূমিমন্ত্রী
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মি.) ১১ আক্টোবর মঙ্গলবার দুপুরে ঈশ্বরদীতে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন ও শারদীয় দুর্গা প্রতিমা বিসর্জন উপলক্ষে ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দির পরিদর্শনের শেষে মন্দির চত্তরে অনুষ্ঠিত সমাবেশে ভূমিমন্ত্রী ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন৷
এসময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতা রশিদুল্লাহ, ইছহাক মালিথা, এনাম বিশ্বাস, পুজা উদযাপন কমিটির সভ্য সুনীল চক্রবর্তী, স্বপন কুমার কুন্ডু, সাঈদুল ইসলাম লাল্টু, সমর সরকার, রমেন্দ্র নাথ, মাধব কুমার, আব্দুর হান্নান ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন৷
প্রধান অতিথির বক্তব্যে ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, ধর্মকে ব্যবহার করে যারা জঙ্গিবাদ, সন্ত্রাসী তত্পরতা অথবা অসত্ কাজ চালাবে তাদের এদেশে ঠাই হবে না৷ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার এসমসত্ম অসত্ জঙ্গি সন্ত্রাসীদের গুড়িয়ে দিচ্ছে৷ কোন অসত্ জঙ্গি সন্ত্রাসীদের বাংলার বুকে ঠাই নেই৷
একাত্তরের পরাজিত যুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন সসময়ে এদেশকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেওয়ার অপকৌশল চালিয়েছিল ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গড়ার লৰ্যে শক্ত হাতে কুচক্রীদের সমসত্ম ষড়যন্ত্র নস্যাত্ করে দেন৷ এদেশে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাই যার যার ধর্ম পালন করছে৷ ধর্মের নামে কোনো বিভেদ সৃষ্টি করতে দেওয়া হবে না৷ যারা ধর্মের নামে অসত্ কর্ম করে তাদের বিরম্নদ্ধে সরকার কঠোর শাসত্মির ব্যবস্থা রয়েছে৷