বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বাষিকী পালন
খাগড়াছড়িতে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বাষিকী পালন
খাগড়াছড়ি প্রতিনিধি :: শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১২ অক্টোবর বুধবার সকালে আলাদা আলাদা ভাবে দুই গ্রুপের নেতাকর্মীরা জেলা শহরে র্যালি করে।
সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শফি, ছাত্র ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন, জেলা শ্রমিকলীগের(একাংশ) আহবায়ক নুরুন্নবী, সদস্য সচিব শাহাবউদ্দিন সরকার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ও জেলা কৃষকলীগের আহ্বায়ক আবুল কাশেম প্রমূখ।
পরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পৌর টাউন হলে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পামার্ল্য অর্পণ করেন নেতাকর্মীরা।
সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে, বেলা ১১টার দিকে জেলা সদরের কদমতলীস্থ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার বাসভবন থেকে পৃথক ভাবে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের শাপলা চত্বর মোড় প্রদক্ষিণ করে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পামার্ল্য অর্পণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য নির্মলেন্দু চৌধুরী, পাজেপ সদস্য মংক্যচিং চৌধুরী, নিগার সুলতানা,মংসুইপ্রু চৌধুরী অপু,খোকনেশ্বর ত্রিপুরা, জুয়েল চাকমা জেলা সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ কমিটির সদস্য সচিব শানে আলম ও জেলা শ্রমিক লীগের আহ্বায়ক জানু সিকদার প্রমুখ।