শনিবার ● ১৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খেলা » কাল থেকে শুরু হচ্ছে ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্ট
কাল থেকে শুরু হচ্ছে ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্ট
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আগামীকাল রবিবার ১৬অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৬৷
৬ দিনব্যাপী এবারের এই টুর্নামেন্টে দেশের স্বনামধন্য ২৪টি মিডিয়া হাউজ ৮টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ গ্রহন করছে৷
রবিবার সকাল ১০টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম খেলায় গ্রুপ সি’তে মুখোমুখি হবে এটিএন নিউজ ও বিডি নিউজ২৪ ডটকম৷
একই সময় অপর ম্যাচে গ্রুপ জি’তে খেলবে বাংলা ট্রিবিউন ও দ্য ডেইলি স্টার৷ এরপর বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্ণামেন্টে উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি৷
উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চ্যানেল আই ও সংবাদ প্রতিদিন৷
টুর্ণামেন্ট উপলক্ষে আজ শনিবার ১৫অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির কর্মকর্তারা৷
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মাঈন উদ্দিন তারেক, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শামীম, পৃষ্টপোষক ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, অপারেটিং ডিরেক্টর উদয় হাকীম ও সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম৷
এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক কামাল হোসেন বাবলু ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়াসহ প্রমূখ ৷
সংবাদ সম্মেলনে আরো জানানো হয় টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ৫০হাজার টাকা ও ট্রফি৷ রানার্স আপ দল পাবে ৩০ হাজার টাকা ও ট্রফি৷ দুই সেমিফাইনালে পরাজিত দল পাবে ১০ হাজার টাকা করে৷ ম্যান অব দ্য টুর্ণামেন্ট পাবেন ১০হাজার টাকা এবং ম্যান অব দ্য ফাইনালে পাবেন ৫ হাজার টাকা৷ প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে থাকছে ক্রেস্ট৷
এছাড়া প্রতিটি দল ইচ্ছা করলে একজন পেশাদার ক্রিকেটারকে দলে নিতে পারবেন৷ প্রতিটি দলের সদস্য সংখ্যা হবে ১০ জনের৷ মাঠে খেলবেন ৭জন আর প্রতিটি দলের ইনিংস হবে ৬ ওভারের৷
উদ্বোধনী দিনের খেলা (রবিবার ১৬-১০-২০১৬)
১. এটিএন নিউজ বনাম বিডি নিউজ২৪ ডটকম (গ্রুপ-সি, সকাল ১০টা)
২. বাংলা ট্রিবিউন বনাম দ্য ডেইলী স্টার (গ্রুপ-জি, সকাল ১০টা)
৩. চ্যানেল আই বনাম সংবাদ প্রতিদিন (গ্রুপ-ই, সকাল ১১টা)
৪. বিটিভি বনাম মানবকন্ঠ (গ্রুপ-এইচ, সকাল ১১টা)
৫. যমুনা টিভি বনাম নিউ নেশন (গ্রুপ-বি, দুপুর ১২টা)
৬. জিটিভি বনাম বনিক বার্তা (গ্রুপ-এফ, দুপুর ১২টা)