রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান: ইলিশ ও কারেন্ট জালসহ আটক ২
পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান: ইলিশ ও কারেন্ট জালসহ আটক ২
ঈশ্বরদী প্রতিনিধি :: (১ কার্তিক ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) মা ইলিশ রক্ষার অভিযানের অংশ হিসেবে শনিবার ১৫ অক্টোবর মধ্যরাতে ও রবিবার ১৬ অক্টোবর সকালে পাকশী পদ্মা নদীর আড়ামবাড়িয়া থেকে চর দাদাপুর সাত কিলোমিটার এলাকায় নৌকাযোগে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়৷ সরকারী নির্দেশ মোতাবেক নদীতে ইলিশ মাছ ধরা নিষেধ থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ এসব মোবাইল কোর্ট পরিচালনা করেন৷ এসময় ১৬ পিস ছোট ইলিশ মাছ ও সাড়ে ৯ হাজার মিটার দীর্ঘ ৩০ পিস অবৈধ কারেন্ট জালসহ দু’জেলেকে আটক করা হয়৷ আটককৃতরা হলো পাকশী গাইড ব্যাংক পাড়ার আনিস আলীর ছেলে আইযুব আলী ও জলিলের ছেলে রুবেল৷ এর মধ্যে শনিবার পূর্ণিমার মধ্য রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ হাজার টাকা মূল্যের ১৬ পিস ইলিশ মাছ ও ৩ লাখ টাকা মূল্যের ৫ হাজার মিটার দীর্ঘ ১৬ পিস কারেন্ট জাল আটক করা হয়৷ রবিবার সকালে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে আড়াই লাখ টাকার সাড়ে ৪ হাজার মিটার দীর্ঘ ১৪ পিস কারেন্ট জালসহ দু’জেলেকে আটক করা হয়৷ পরে রবিবার বিকালে আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস করে কারা দন্ড প্রদান করা হয়৷ উপজেলা অফিস চত্তরে আটককৃত কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়৷ এসব ভ্রাম্যমান আদালত ও আটক দ্রব্যাদি অগ্নি সংযোগে মত্স্য অফিসার অলোক কুমার সাহাসহ থানা পুলিশও আংশ নেয়৷