রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » বিশ্ব খাদ্য দিবসে ঝিনাইদহে গণজমায়েত
বিশ্ব খাদ্য দিবসে ঝিনাইদহে গণজমায়েত
ঝিনাইদহ প্রতিনিধি ::(১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.০৫মি.) ‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি চাই’ খাদ্য অধিকার আইন চাই’ শ্লোগানকে সামনে রেখে ১৬ অক্টোবর রবিবার সকালে ঝিনাইদহে খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালী, গণজমায়েত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
খাদ্য অধিকার বাংলাদেশ এর জেলা কমিটির সদস্যবৃন্দ, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, ছাত্রছাত্রীদের সমন্বয়ে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বরে গণজমায়েত হয়ে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ডিসি কোর্ট চত্ব্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ এন এম শাহজালাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশনের পরিচালক কর্মসূচি আশাবুল হক ,পদ্মা’র নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, প্রভার নির্বাহী পরিচালক এনামুল কবির বাবুল, উই এর নির্বাহী পরিচালক শরীফা খাতুন জেলা অধিকার মঞ্চ সাধারন সম্পাদক হাফিজুর রহমান, আনন্দ কর্মকার , অ্যাডভোকেট তন্ময় কুন্ডু প্রমূখ৷ আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন এইড ফাউন্ডেশনের পরিচালক কর্মসূচি আশাবুল হক ৷
দিবস উদযাপনের উপর প্রকাশিত প্রচারপত্র পাঠ করেন এইড ফাউন্ডেশন এর ড্রিম প্রকল্পের ট্রেনিং এন্ড ডকুমেন্টেশন অফিসার আনন্দ কর্মকার৷ অনুষ্ঠান উপস্থাপনা করেন এইড ফাউন্ডেশন এর সহঃ পরিচালক অ্যাডভোকেট তন্ময় কুন্ডু৷ সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য অধিকার আইন প্রণয়ন বিষয়ক সুপারিশমালা উপস্থাপনের মধ্য দিয়ে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘটে৷অপরদিকে উন্নয়ন ধারা ,স্বাধীন কৃষক সংগঠন ও লোকজ বাজার একই কর্মসূচী পালন করে৷
খাদ্য নিরাপত্তার জন্য লোকজের নিরাপদ খাদ্য-শ্লোগানকে সামনে রেখে সকালে স্থানীয় প্রিয়া হলের সামনে থেকে মটর সোভাযাত্রা নিয়ে শহরের হামদহ,চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড,আরাপপুর হয়ে পায়রা চত্তরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান শুরু হয়৷
উন্নয়ন ধারার উপদেষ্টা তালিব বাশার নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, সময়ন্বয়ক হায়দার আলী, প্রকল্প সমন্বয়কারী রাজু আহম্মেদ, স্বাধীন কৃষক সংগঠন এর সভাপতি রুবায়েত হোসেন মোলস্না৷আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্টান শুরু হয়৷
স্বাধীন কৃষক সংগঠন এর সদস্যবৃন্দ, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, ছাত্রছাত্রী,কৃষাণী, উন্নয়ন ধারার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন কৃষক সংগনের নেতৃবৃন্দ অংশ নেয়৷