সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে টেকসই সেবা প্রদানের কৌশল নির্ধারণ কর্মশালা
গাজীপুরে টেকসই সেবা প্রদানের কৌশল নির্ধারণ কর্মশালা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মি.) গাজীপুর সিটি কর্পোরেশন ও কেয়ার বাংলাদেশের বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্য আরবান পুওর প্রজেক্টের যৌথ উদ্যোগে গাজীপুরের টঙ্গীতে নাগরিকদের টেকসই সেবা প্রদানের কৌশল নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷
১৭ অক্টোবর সোমবার সকালে সিটি কর্পোরেশন টঙ্গী আঞ্চলিক অফিসের অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়৷
শহর এলাকায় সরকারের বিভিন্ন সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থার(এনজিও) সমন্বয়ে নাগরিকদের টেকসই সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পেশার প্রতিনিধিদের অংশ গ্রহনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়৷
গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) কে এম জহুরম্নল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম হোসেন, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি পলাশ মন্ডল, টঙ্গী এলাকার আনসার ও ভিডিপি দলনেতা মোঃ নজরুল ইসলাম, ভিলেজ এডুকেশন প্রকল্পের ম্যানেজার মোঃ কামরুল হাসান, সাংবাদিকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা৷
নগরের দরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের সেবা দিতে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় গড়তে এই কর্মশালার আয়োজন করে কেয়ার বাংলাদেশের বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্য আরবান পুওর প্রজেক্ট৷
কর্মশালায় নারীর ক্ষমতায়নে এবং নারী ও শিশুদের দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণে সচেতনতামূলক কর্মপরিকল্পনা তৈরী করা হয়৷ এছাড়াও শহরের বর্জ্য ব্যবস্থাপনায় এনজিও কার্যক্রমের উপর আলোচনা হয়৷