সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ স্ব-নির্ভর: অর্থনীতিবিদ মুমেন
শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ স্ব-নির্ভর: অর্থনীতিবিদ মুমেন
বিশ্বনাথ প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদিশ সময় সন্ধ্যা ৬.৫২মি.) জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি, বিশিস্ট অর্থনীতিবিদ ড. এ কে এম আবদুল মুমেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র তনয়া প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বে দেশ আজ স্ব-নির্ভর৷ আজকের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের একটি মাইলফলক৷ শাহ শামীম’সহ আওয়ামী লীগ পরিবারের নেতা-কর্মীরা স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন৷ তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যক্ররের মধ্য দিয়ে জাতি হয়েছে কলঙ্কমুক্ত৷ ‘সন্ত্রাস-দূর্নীতি-জঙ্গিবাদ’ নির্মূল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন সরকারের মন্ত্রী-এমপিরা৷
তিনি সোমবার সকালে সিলেট এম এ ওসমানী বিমানবন্দরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ’র সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান’র সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারক, সহ সভাপতি হরমুজ আলী, শাহ আজিজুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী৷
এরপর বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘শাহ শামীম আহমদ’কে পৃথক আরেকটি সংবর্ধনা প্রধান করা হয়৷ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান’র সভাপতিত্বে ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক শাহ বোরহান আহমদ রম্নবেল৷
সংবর্ধনা সভাগুলো উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের নরউইচ আওয়ামী লীগের সভাপতি আব্দুশ শহিদ চৌধুরী, নিউহাম আওয়ামী লীগের সভাপতি মোবারক আলী, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ঝলক পাল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন প্রমুখ৷