বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পিএইসডি ডিগ্রী অর্জনের স্বপ্ন দেখছি : ফয়সাল আলম
পিএইসডি ডিগ্রী অর্জনের স্বপ্ন দেখছি : ফয়সাল আলম
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি সরকারি কলেজের ছাত্র মো. ফয়সাল আলম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ সালের শিক্ষাবর্ষে অনুষ্ঠিত মাস্টার্স ফাইনাল পরীক্ষায় রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম পেয়েছেন।
ফয়সালের এমন ভাল ফলাফলে রাঙামাটি সরকারি কলেজের সকল শিক্ষক মেধাবী এ ছাত্রকে অভিনন্দন জানিয়েছেন,রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষকরা, এবারের পরিক্ষায় আমাদের কলেজ থেকে দু’জন ছাত্র প্রথম শ্রেণী পেয়েছে। তার মধ্যে ফয়সাল একজন।
এমন ফলাফলে তার উজ্বল ভবিষ্যৎ কামনা করেন।ফয়সালের পিতা শাহ আলম পেশায় একজন কাঠ ব্যবসায়ী এবং তার মা ফাতেমা বেগম পেশায় গৃহীনি।
ফয়সাল বর্তমানে এলএলবি পাশ করে রাঙামাটি জর্জ কোর্টে শিক্ষানবীস আইনজীবি হিসাবে কর্মরত আছে।
তার এমন ফলাফলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ভবিষ্যতে এমফিল এবং পিএইসডি ডিগ্রী অর্জনের স্বপ্ন দেখছি। পাশাপাশি আইন পেশায় একজন ভাল আইনজীবি হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে চাই।
ফয়সালের এমন সাফল্যে খুশি তার এলাকাবাসীরা।