শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » চুক্তির মধ্যদিয়ে পাহাড়ের পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়েছে : বীর বাহাদুর
চুক্তির মধ্যদিয়ে পাহাড়ের পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়েছে : বীর বাহাদুর
ষ্টাফ রিপোর্টার:: ১৮ সেপ্টেম্বর: পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছে বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। তিনি বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মধ্যদিয়ে পাহাড়ের সংঘাতময় পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়েছে। শুধুমাত্র আওয়ামীলীগ সরকার আস্থা ও বিশ্বাস স্থাপনের কারণে এটা সম্ভব হয়েছে। তাছাড়া সরকার রাঙামাটিতে মেডিকেল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যাল স্থাপন করে পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীদের উন্নত প্রযুক্তিগত ব্যবস্থা করে দিয়েছে। যাতে অন্যান্য দেশের তুলনায় পার্বত্যাঞ্চল শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে। পাহাড়ে সুশিক্ষা প্রতিষ্ঠায় সকল সম্পাদায়কে এগিয়ে আসতে হবে। তবেই পার্বত্য জেলায় সুশিক্ষার হার বাড়বে। তাই শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বের সাথে শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদানের এগিয়ে আসতে হবে।
শুক্রবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত ৭ম শ্রেণী মেধাবৃত্তি ২০১৪ উপলক্ষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীর বাহাদুর, এমপি এসব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাঙামাপট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চিংকিইউ রোয়াজা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংশু প্রু চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন প্রমুখ।
বীর বাহাদুর এমপি আরও বলেন, সরকার পার্বত্যাঞ্চলের সুশিক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে । দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই এ কথাটি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই কথা বাস্তবায়ন করেছে তার কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে পাহাড়ের সম্প্রীতি প্রতিষ্ঠা ও ঐক্য স্থাপনের জন্য সরকারের প্রচেষ্টা সফল হয়েছে। এটা সময়ের অশান্ত পার্বত্যাঞ্চলকে অস্ত্রদিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। কিন্তু এ আওয়ামীলীগ সরকার তা পেরেছে। পার্বত্যাঞ্চল বিগত সময়ের তুলনায় এখন অনেকটা শান্ত রয়েছে। উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে পাহাড়ের শিক্ষা ব্যবস্থাও। তিনি পাহাড়ে সুশিক্ষা প্রতিষ্ঠায় অবশ্যই সম্প্রীতি ধরে রাখতে সব সম্পাদায়ের প্রতি আহবান জানান।
পরে ৭ম শ্রেণী মেধাবৃত্তি ২০১৪ উপলক্ষে ৩৬জন শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।