শনিবার ● ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পোশাক কারখানায় কর্মবিরতি
গাজীপুরে পোশাক কারখানায় কর্মবিরতি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪২মি.) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার একটি পোশাক কারখানায় চলছে শ্রমিক কর্মবিরতি৷
এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার এক শ্রমিককে ছাটাই করার প্রতিবাদে এ কর্মবিরতি পালন করে শ্রমিকরা৷
২২ অক্টোবর শনিবার সকাল থেকেই উপজেলার বাড়ইপাড়া এলাকার হ্যাসং বিডি লিঃ এর শ্রমিকরা কর্মবিরতি কর্মসূচী পালন করছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, তাদেরকে কারখানার ভেতর আটককে রাখা হয়েছে এবং কয়েকজন শ্রসিককে কারখানার ভাড়াটে সন্ত্রাসীরা পিটিয়েছে৷ শিল্প পুলিশের পাশাপাশি বহিরাগত যুবকদের কারখানা গেট এলাকায় অবস্থান করছে বলেও জানায় শ্রমিকরা৷
এদিকে, শ্রমিকদের অপর একটি সূত্র জানায়, কারখানার ভিতরে শ্রমিকদের আটকে রেখে বহিরাগত সন্ত্রাসী দিয়ে নির্যাতন এবং কাজে যোগদান করানোর জন্য বাধ্য করছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানাটির লিংকিং সেকশনের এক শ্রমিক জানায়, ওই সেকশনের অপারেটর করিমকে গত ২০ অক্টোবর বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে নির্যাতন করে কারখানা থেকে বের করে দেওয়া হয়৷ ভয়ে সে আজ আর কারখানায় আসেনি৷
এদিকে কারখানাটির মূল ফটকের সামনে কর্তৃপক্ষের একটি ব্যানার ঝুলানো অবস্থায় দেখা যায়, তাতে লেখা রয়েছে ‘ এতদ্বারা অত্র কারকানার সকল শ্রমিক-কর্মচারীদেরকে অনুরোধক্রমে জানানো যাচ্ছে যে অদ্য ২২ অক্টোবর তারিখ শনিবার থেকে যারা কাজ করতে ইচ্ছুক শুধু তারাই কারখানায় প্রবেশ করবে৷’
অন্যদিকে, কারখানার ভেতর শ্রমিকদের আটকে রেখে নির্যাতন করছে এমন সংবাদে শ্রমিকদের স্বজনরা কারখানার আশপাশের এলাকায় এসে ভীর করছে৷
এদিকে, উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা এ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ৷
পরে হ্যাসং বিডি লিঃ এর ডিপুটি জেনারেল ম্যানেজার দুলাল সাহা’র মোঠোফোনে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি৷
গাজীপুর শিল্প পুলিশ-২ এর ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা কারখানার ভেতর অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছে৷ তবে কোন শ্রমিককে নির্যাতন করা হয়নি বলেও জানান তিনি৷ এছাড়া যেকোন অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে কারখানার ভেতর শিল্প পুলিশ মোতায়েন রয়েছে৷